বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

পাঁচবিবিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ / ১৮৭ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ

আগাম জাতের আমন ধান ঘরে তুলে এখন আগাম আলু চাষে ব্যাস্ত সময় কাটাচ্ছেন পাঁচবিবি উপজেলার কৃষকরা। আগাম জাতের আলু চাষ করে লাভবান হওয়ায় আশায় বরাবরের মতো এবারও আলু চাষ করছেন এ উপজেলার কৃষক। চলতি আমন মৌসুমের কিছু কিছু আগাম জাতের ধান ঘরে তুলেছেন কৃষক। সেই জমিতে এখন আগাম আলুর বীজ রোপন করছে।
উপজেলার বাগজানা, ধরঞ্জী, রতনপুর, নন্দইল, তাজপুর, আয়মারসুলপুর, কড়িয়া, কেশবপুর, বালিঘাটা সহ কয়েকটি আলু চাষের জমিতে গিয়ে দেখা যায় কৃষকরা আলু চাষে ব্যাস্ত হয়ে পড়েছেন। এসময় কথা হয় উপজেলার বাগজানা ইউনিয়নের খোর্দ্দা (গঙ্গাঁপ্রসাদ) গ্রামের কৃষক জয়দেব, হাজরা বেগম, উজ্জ্বল, হবিবর ও লিটনের সাথে কথা বললে তারা জানান আগাম জাত হিসেবে আমরা রোপন করছি ক্যারেজ ও কার্ডিলাল জাতের আলু যা থেকে ৫০ দিনে ফলন পাওয়া যায়। প্রতি বিঘায় আলু চাষে খরচ হচ্ছে প্রায় ২৫ থেকে ২৭ হাজার টাকা, ১ বস্তা আলুর বীজ ৫ বিঘা জমিতে রোপন করা যায়। এবার আলুর বীজের দাম বেশি। আরো জানান আবহাওয়া অনুকুলে থাকলে প্রতি বিঘায় ফলন ভাল হলে ৮০ থেকে ১০০ মণ আলু উৎপাদন হবে। যা ৪০—৫০ হাজার টাকায় বিক্রি হয়। আগাম জাতের আলু বাজারে দামও ভাল থাকে, প্রতি বছরের ন্যয় এবারও আলু চাষীরা আশাবাদী আগাম জাতের আলু মাঠ থেকে উঠিয়ে বাজারে প্রথম অবস্থায় খুচরা বাজারে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রয় হবে এই বাজার দর স্থিতিশীল থাকলে আমরা (আলু চাষী) কিছুটা লাভের মুখ দেখব।
বাগজানা ইউনিয়নের খোর্দ্দা গ্রামের সুবাস, হবিবর, চঞ্চল, সুমন, ঝুলু একই কথা বলেন। তারা বলেন আলুর জমি প্রস্তুত হয়ে গেছে। কোল্ড স্টোর থেকে বীজ এনে কর্তিক মাসের বাকি দিনের মধ্যেই আলু রোপনের কাজ আমরা শেষ করব বলে তারা জানান। আসন্ন ১লা অগ্রহায়ন বাঙ্গালীর নবান্ন উৎসব কে ঘিরে এ অঞ্চলে আলু চাষের ব্যস্ততা লক্ষ্য করা যায়। নবান্নের আগে নতুন আলুর চাহিদা বেড়ে যায় ও কৃষকরা দাম বেশি পায়। ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের আলু চাষীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫০—৫৫ দিনের মধ্যে এ আলু ক্ষেত থেকে তোলা যায় বলে কৃষকদের আলু চাষের আগ্রহ বেশি।
বাগজানা খোর্দ্দা এলাকার আলু চাষী স্বপন সাহা জানান, গতবার পাঁচ বিঘা জমিতে আলু আবাদ করলেও এবার দ্বিগুণ করেছেন। গতবার ভালো দাম পেয়েছেন বলে জানান তিনি।
অপরদিকে বর্তমান সময়ে গ্রামাঞ্চলে কোন কৃষি কাজ না থাকায় আগাম জাতের আলু চাষের কারনে দিনমজুরদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে তবে মজুরি বৈষম্যে নারী দিনমজুররা । পুরুষ শ্রমিকের প্রতিদিনের হাজিরা পারিশ্রমিক ৩০০/৪০০ টাকা পাশাপাশি এ কাজে নারী শ্রমিকদের পারিশ্রমিক ৩০০টাকা ।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, উপজেলায় এবার ২৫০০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হচ্ছে। অধিক দামের আশায় কৃষকরা আগাম জাতের আলু আবাদে নেমে পড়েছেন। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসেই এই আলু বাজারে পাওয়া যাবে বলে তিনি জানান।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!