ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে অপরাধ দমনে সিসি ক্যামেরা ও বজ্র নিরোধক দন্ড স্থাপন

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

চুরি-ডাকাতি, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ দমনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন গুরত্বপূর্নস্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে উপকার পাচ্ছেন সাধারন মানুষ যেমন দোকানদার, গ্রামের কৃষকের গরু-ছাগল ও বাসা-বাড়ির নানান সম্পদ নিয়ে। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ ও রতনপুর বাজারের প্রবেশ মুখে এসব সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। অপরদিকে বর্ষার দিনে বজ্রপাত থেকে সকল প্রকার প্রাণীর জীবন রর্ক্ষাতে বজ্র-নিরোধক দন্ড স্থাপন করা হয়েছে। উপজেলার রতনপুর বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, বিশেষ করে অতিরিক্ত শীত ও বর্ষার রাতে এ বাজারের দোকানে চুরি হত। বাজারের প্রতিটি মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করায় এখন আর চুরি-ছিনতাই হয়না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, ২০২২-২৩ অর্থবছর প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে সিসিক্যামেরা ও বজ্র নিরোধক দন্ড স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন, বজ্রপাত সংঘঠিত হলেও বজ্র নিরোধক দন্ডের চতুরদিকে একশ মিটার দূরত্ব পর্যন্ত প্রাণহানী থেকে রক্ষা পাওয়া যাবে।

Don`t copy text!