|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে অপরাধ দমনে সিসি ক্যামেরা ও বজ্র নিরোধক দন্ড স্থাপন
প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৩
চুরি-ডাকাতি, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ দমনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন গুরত্বপূর্নস্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে উপকার পাচ্ছেন সাধারন মানুষ যেমন দোকানদার, গ্রামের কৃষকের গরু-ছাগল ও বাসা-বাড়ির নানান সম্পদ নিয়ে। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ ও রতনপুর বাজারের প্রবেশ মুখে এসব সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। অপরদিকে বর্ষার দিনে বজ্রপাত থেকে সকল প্রকার প্রাণীর জীবন রর্ক্ষাতে বজ্র-নিরোধক দন্ড স্থাপন করা হয়েছে। উপজেলার রতনপুর বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, বিশেষ করে অতিরিক্ত শীত ও বর্ষার রাতে এ বাজারের দোকানে চুরি হত। বাজারের প্রতিটি মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করায় এখন আর চুরি-ছিনতাই হয়না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, ২০২২-২৩ অর্থবছর প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে সিসিক্যামেরা ও বজ্র নিরোধক দন্ড স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন, বজ্রপাত সংঘঠিত হলেও বজ্র নিরোধক দন্ডের চতুরদিকে একশ মিটার দূরত্ব পর্যন্ত প্রাণহানী থেকে রক্ষা পাওয়া যাবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.