নওগাঁর মান্দা উপজেলার আয়াপুরের মস্ত বাড় এই পুরুষ ছাগলটি । নাম শুনেই বোঝা যাচ্ছে, কেমন হবে এই ছাগল। ইতোমধ্যেই সাড়া ফেলেছে বিশাল আকৃতির ছাগল । ছাগলটি ময়না জাতের পুরুষ ছাগল । কালো রঙের যেন আস্ত একটি ষাঁড়। ওজন প্রায় ১০০ কেজি। মালিক বেলাল পুরুষ ছাগলটির দাম হেঁকেছেন ১ লাখ ১০ হাজার টাকা।পরিবারের ছোট বড় সবাই সম্রাট বলেই ডাকে। দেখতে রাজকীয় তাই এলাকাবাসী শখ করে ছাগলটির নাম রেখেছেন ‘সম্রাট, পুরুষ ছাগলটিকে মোটাতাজা করণের ওষুধ বা ইনজেকশন এমন কোনো কিছুই প্রয়োগ করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটাতাজা করা হয়েছে। মানসম্মত খাদ্য ও বিজ্ঞানসম্মত পরিচর্যা করা হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ সম্রাট দেখতে বেলালের বাড়িতে ভিড় করছেন। মান্দা উপজেলার আয়াপুর গ্রামের বেলাল হোসেন । বেলাল হোসেনের তার নিজস্ব ছাগলের বাচ্চা গত ২ বছর আগে এই ময়না জাতের ছাগটির তার বাড়িতে জন্ম হয়। ছাগটির প্রতিদিনের খাদ্য কাঁচা ঘাস, কাঁঠাল গাছের পাতা, গমের ভূসি, বাঁশের পাতা ও তার প্রিয় খাবার কলা।পুরুষ ছাগলের মালিক বেলাল হোসেন বলেন, শখ করে অনেক যত্ন করে লালন- পালন করেছি ‘সম্রাট’ নামের ছাগলকে। মনমতো দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করবে। তবে তার প্রত্যাশা ১ লাখ ১০ হাজার টাকা।
তার স্ত্রী বলেন, আমার স্বামী অনেক সৌখিন মানুষ। নিজের সন্তানের মতো করে ছাগলটিকে লালন-পালন করেছেন। এই পুরুষ ছাগলটি আমাদের কাছে খুবই আপন হয়ে গেছে। বিক্রি করলে খুব কষ্ট লাগবে। কিন্তু বিক্রি তো করতেই হবে। সে ক্ষেত্রে যদি ভালো দাম পাই, তাহলে কষ্ট কিছুটা কমবে।