নওগাঁয় আরো ৩শ’ মেধারী শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব। নওগাঁর ধামুরহাট উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৯ম ও ১০ শ্রেনির শিক্ষার্থীদের হাতে এ ট্যাবলেট তুলে দেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।
শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামুরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বপন কুমার বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফরহাদ হোসেন, ধামুরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান প্রমুখ।
উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান তদন্তকারী মোঃ নুর মোহাম্মদ বলেন, ধামুরহাট উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৩টি মাদরাসার ৯ম ও ১০ম শ্রেনি থেকে ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থীকে এককালীন একটি করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবগুলো প্রদান করা হয়।