নওগাঁয় পৃথক স্থানে পানিতে ডুবে শিশু ও কিশোর দু’জনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৪টারদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার
পানিহারা গাহইল গ্রামে নুর জান্নাত নামে দের বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়।
স্থানিয়রা জানায়, ঘটনার সময় শিশুর মা শিশু মেয়েকে বাড়িতে রেখে হাঁস দেখতে বাড়ির বাইরে যায়। এসময় বাড়িতে কেউ ছিলো না। এরি এক পর্যায়ে বাড়ির সামনের ছোট ডোবার পানিতে শিশুটিকে ভাঁসতে দেখে এক প্রতিবেশি চিৎকার দিলে সাথে সাথে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় নিহত শিশুর মাও ছুটে এসে স্থানিয়দের সহযোগীতায় সাথে সাথে পানি থেকে তুলে স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম।
অপরদিকে নওগাঁর পত্নীতলা উপজেলার গাহন সারংপাড়া গ্রামে শুক্রবার দুপুরে পুকুরের পানিতে গোসল করতে নেমে তাসিম বিল্লা (১৪) নামের এক কিশোর এর মৃত্যু হয়েছে।
স্থানিয় সুত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে পুকুরের পানিতে গোসল করতে নামেন তাসিম বিল্লা। এক সময় লোকজনের সামনেই সে পানিতে তলিয়ে যায়। সাথে সাথে গ্রামের (স্থানিয়) লোকজন পুকুরের পানিতে নেমে অনেক খোঁজা খুজির পর পানির নিচ থেকে তাসিম বিল্লাকে উদ্ধার করেন লোকজন। তবে পানি থেকে উদ্ধারের পূর্বেই তাসিম বিল্লার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানিয়রা।
পৃথক দুটি স্থানে শিশু ও কিশোর এর মৃত্যুর ঘটনায় স্বজন সহ স্থানিয় লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।