নওগাঁ শ্রীযুক্ত বাবু সুধীর চন্দ্র বিশ্বাস (১০১), সেবাইত পুরোহিত, শুটিকালিতলা মন্দির, লস্করপুর, নওগাঁ সদর, নওগাঁ। নওগাঁ শহর থেকে ২ কিঃমিঃ দক্ষিণে। আমরা “ভোরের পাখি নওগাঁ” এর সদস্যরা অনেকেই শহর থেকে প্রতিদিন সকালে হাঁটতে ঐ মন্দিরের পাশ দিয়ে যাই ০৩ কি:মি দূরে এবং ফেরার পথে মন্দিরে প্রণাম দিয়ে আসি। আর দেখা হয় পুরোহিত মশাই মন্দিরের বারান্দায় বসে শ্রীমদ্ভাগবত পাঠ করছেন। হিন্দু ধর্ম বিষয়ে তাঁর যথেষ্ট দখল রয়েছে। কিন্ত অবাক কথা তাঁর বর্ণনা মতে তাঁর বয়স ১০১ বছর হলেও এখনও তিনি চশমা ছাড়াই পড়তে পারেন। তাঁর তুলনায় আজকের আধুনিক তথা ডিজিটাল যুগের এই যে আমরা বা পরবর্তী প্রজন্ম কি এই গুণ বা সক্ষমতা অর্জন করতে পারবে ? আর আয়ুষ্কালই বা কতো? তাই কথায় বলে “পুরাতন চাল-ভাতে বাড়ে। তবে সুধীর বাবু বয়োঃবৃদ্ধির ফলে কয়েকটি দাঁতের পতন জনিত কারণে এখন আর নিয়মিত ভাগবত পাঠ করতে পারেন না। উল্লেখ্য যে, শ্রীযুক্ত বাবু সুধীর চন্দ্র বিশ্বাস বিগত ১৬ বছর থেকে এই মন্দিরে দায়িত্ব পালন করে আসছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।