খুকুমনির বিয়ে হবে
ঢুলি বাজায় ঢোল,
পাড়ার খোকা খুকু সবাই
এসে বাঁধায় গোল।
খানা পিনার ধুম লেগেছে
সবাই বসে খায়,
কোরমা পোলাও খেয়েদেয়ে
বাড়ি চলে যায়।
বানর এসে ডিগবাজি খায়
কুকুুর গায় যে গান,
হুলো বিড়াল মনের সুখে
ধরছে বসে তান।
হাতি ঘোড়া নাচছে সবাই
ছাগল বসে চায়,
সিংহ মামা লেজ উঁচিয়ে
আনন্দে নাচায়।
বর এসেছে বর এসেছে
পড়ল যে সরগোল,
খুকু মনির বিয়ে হলো
টাক ডুমাডুম ডুম।