|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিশুদের ছড়া “টাক ডুমাডম ডুম-DBO-news
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৩
খুকুমনির বিয়ে হবে
ঢুলি বাজায় ঢোল,
পাড়ার খোকা খুকু সবাই
এসে বাঁধায় গোল।
খানা পিনার ধুম লেগেছে
সবাই বসে খায়,
কোরমা পোলাও খেয়েদেয়ে
বাড়ি চলে যায়।
বানর এসে ডিগবাজি খায়
কুকুুর গায় যে গান,
হুলো বিড়াল মনের সুখে
ধরছে বসে তান।
হাতি ঘোড়া নাচছে সবাই
ছাগল বসে চায়,
সিংহ মামা লেজ উঁচিয়ে
আনন্দে নাচায়।
বর এসেছে বর এসেছে
পড়ল যে সরগোল,
খুকু মনির বিয়ে হলো
টাক ডুমাডুম ডুম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.