নওগাঁ সাপাহারে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রিফাত ফল ভান্ডারী শুভ উদ্বোধন হয়েছে,
বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় সাপাহার নতুন বাসস্ট্যান্ডে অবস্থিত রিফাত ফল ভান্ডারের জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন করা হয়েছে
এ সময় রিফাত ফল ভান্ডারের প্রোপাইটার মোঃরেজাউল করিম বলেন জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর এর সিদ্ধান্ত মোতাবেক ২২ শে মে গুটি আম পাড়ার সিদ্ধান্ত থাকলেও আমরা আজ থেকে গুটি আম ক্রয় শুরু করলাম তবে পর্যক্রমে গোপাল ভোগ, ক্ষীরসাপাদ, হিমসাগর, নাক ফজলি, ন্যাংড়া, হাড়িভাঙ্গা, ফজলি, আম্রপালি, আশিনা, বাড়ি -৪ গৌরমতী ও কাটিমন আম, ক্রয় করা হবে, আরো বলেন সাপাহার উপজেলা ইতিমধ্যেই সারাদেশে আমের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে।এই উপজেলার আম বাজার হতে প্রতি বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার আম বানিজ্য হয়। নানান জাতের আমে বাগান পরিপূর্ণ
আম বাগানে প্রবেশ করলে দোদুল্যমান আম দেখে যেন মুগ্ধতা বেড়ে যাচ্ছে। এবছরে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেনকৃষকেরা।
আবহাওয়ার অবনতি না হলে চলতি বছরে গত বছরের তুলনায় আমের বাম্পার ফলনের আশায় দিন গুনছেন এলাকার আমচাষীরা।
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা আম আড়্ৎতদার সমিতির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, আলহাজ্ব রমজান আলী সদস্য, মোঃ তোজাম্মেল হক সদস্য, আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ