সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নওগাঁয় একুশে পরিষদের উদ্যোগে সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুভ উদ্বোধন

উজ্জ্বল কুমার সরকার,নওগাঁ প্রতিনিধি / ১০৪ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ

নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু
নওগাঁয় স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। বুধবার (১৫ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। মেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে সন্ধ্যায় শতকণ্ঠে ভাষার গান। আবৃত্তিক্ষণ ও নওগাঁ বাউলের পরিবেশনা গান ও শতশিল্পীর নৃত্য অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান। একুশে পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, একুশে পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য শরিফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকি, ডা. মইনূল হক দুলদুল, কায়েস উদ্দিন এসএম মোজাফ্ফর হোসেন, মকুল চন্দ্র কবিরাজসহ-সভাপতি মোস্তফা আল মেহমুদ প্রমুখ।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রা স্লোগানে ১৯৯৪ সালে একুশে পরিষদ নওগাঁ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই নওগাঁকে নতুন করে তুলে ধরে আসছে। অবহেলিত অথচ গুরুত্বপূর্ন বিষয়গুলোকে মানুষের দৃষ্টিতে আনা, সমাজের নানায় অন্যায়-অনিয়মের প্রতিবাদে রাস্তায় আন্দোলন করাসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
একুশে পরিষদ তার কাজের মাধ্যমে নওগাঁর গন্ডি পেরিয়ে আজকে পুরো দেশে সারা দেশে সাড়া ফেলেছে। সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি ২০১৫ সাল থেকে প্রতি বছর মাসের মাসে সফলভাবে বই মেলার আয়োজন করছে সংগঠনটি। একুশে পরিষদের মতো অন্যান্য সংগঠনগুলোকেও এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত।
আয়োজকেরা জানান, বই মেলায় প্রতিদিন নানা ধরণের আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে মেলায় মাতৃভূমি,কেডিয়ান,বিডি ক্লিন নওগাঁ,এসএসসি ১৯৮৮ বিডি, প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার,উচ্চারণ পাঠশালা নওগাঁ,প্রথমা,নবরূপ সমাজ উন্নয়ন সংস্থা, মৌমাছি প্রকাশনী, অন্বেষা প্রকাশন, পুনশ্চ, আনন্দ মেলা, কথাকলি লাইবেরি, স্বপ্ন সারথি লাইব্রেরি, বই বিচিত্র, শিশু বিকাশসহ বই বিক্রয় ২৫ টি প্রতিষ্ঠানের বই প্রদর্শনীর পাশাপাশি মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
সব মিলিয়ে এবার জমজমাট বই মেলার প্রদর্শনী করছেন আয়োজকেরা। এবার মেলায় মোট ৬৫টি স্টল থাকছে। এর মধ্যে বইয়ের স্টল থাকবে ২৫টি। বাকিগুলো স্থানীয় উদ্যোক্তাদের হস্ত ও কুটির শিল্পের প্রদর্শনী ও বিক্রয় স্টল থাকছে। মেলায় বিভিন্ন স্টল ছাড়াও আগত শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রাইড রয়েছে। এবার মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!