রাজশাহী রিপোর্টার মোজাম্মেল হোসেন বাবু
শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান ঝুনুর ও গাড়াদহ ইউনিয়নের
চেয়ারম্যান সাইফুলের নেতৃত্বে সরকারি বাঁধ কেটে অবাধে মাটি কাটার ধুৃম পড়েছে।কায়েমপুর ইউনিয়নের
স্বরুপপুর গ্রামে ফুলজোর নদীর বাঁধ কেটে বাঁধের মাটি বাহিরে বিক্রি করে
লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কুচক্র মহল। যার সাথে স্বয়ং জড়িত দুই ইউ পি চেয়ারম্যান। পানি উন্নয়ন বোর্ডের খনন করা ফুলজোর নদীর বাধের মাটি অবৈধভাবে দিনে রাত্রে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।
অনুসন্ধানে গিয়ে দেখা যায় গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুলের নিজের ইটের ভাটায় সহ বিভিন্ন জনের কাছে বিক্রি করছেন এ বাঁধটির মাটি। যেখানে সরকার নদী বাঁধ মেরামত করছেন উন্নত করার লক্ষ্যে সেখেনে ইউনিয়নের চেয়ারম্যান গনের সহায়তা বাঁধের মাটি কেটে সমল করছেন। এই হরিলুট দেখার নেই কেউ। এ বাঁধটি ধ্বংস করে ফেলছে বলে জানায় এলাকার জনবসতি লোকজন।
কয়েকদিন ধরে বাঁধ ধ্বংস করে বাঁধের মাটি বাহিরে বিক্রি করা হচ্ছে।কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান ঝুনুর ও গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুলের সাথে আরো প্রভাবশালীরা জড়িত আছে বলে জানায় এলাকার লোকজন।
এছাড়াও একই এলাকায় কৃষি জমি ধ্বংস করে সেই কৃষি জমি কেটে সেখানকার মাটি ইটভাটায় নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। কৃষি জমি রক্ষার পরিবর্তে ধ্বংস করছে তারা। এতে যেমন আবাদি জমি ধ্বংস হচ্ছে তেমনি পরিবেশের ভারসাম্যও ক্ষতি হচ্ছে।
দ্রুত এদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য স্থানীয় এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করা হবে।