রাজশাহী জেলা প্রতিনিধি
ইউরোপের দেশ সুইডেনে পবিত্র আল-কোরআন পুড়িয়ে অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহীর বাঘা উপজেলার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বাঘা শাহী মসজিদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় মুসল্লিগন । বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্ত্বরে পৌছে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কয়েকটি মসজিদের মুসলিমগন মিলে। বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা ‘বয়কট সুইডেন’ বলে স্লোগান দেন।
সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে প্রকাশ্যে পবিত্র আল-কোরআন পোড়ানোর এ ঘটনা ঘটিয়েছেন কট্টর ডানপন্থি নেতা পালুদান। এছাড়াও, প্রতি রমজানে সুইডেনের বিভিন্ন শহরে আল-কোরআন পোড়ানোর ঘোষণা দেন তিনি। এরই কারণে বাংলাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আমরা মুসলিমরা এখনও মরে যাই নি, কুরআন আল্লাহর প্রেরিত আমানত। এটির রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করে যাব। সুইডেন বয়কট করা ছাড়াও মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানান বক্তারা।
এছাড়াও, পাঠ্য বইয়ে ডারউইনের ‘বানর থেকে মানুষের উৎপত্তি’ তত্বটি বাদ দেওয়ারও আহ্বান জানান উপস্থিত মুসল্লিরা।
বাঘায় বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের বক্তাদের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে থাকে।