নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সিঁড়ি থেকে রবিবার ১৪ আগস্ট দিবাগত রাত সাতটার দিকে এক জীবিত নবজাতককে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের চতুর্থ তলায় একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনে তারা এগিয়ে আসেন। নবজাতক টি সিড়িঁতে রাখা ছিল আশেপাশে কেউ ছিলনা। কে বা কাহারা নবজাতকটিকে রেখে চলে গেছে।
হাসপাতালের ওয়ার্ড বয় মোহাম্মদ রাজু হোসেন বলেন, হাসপাতালে সিঁড়িতে অনেক লোকের ভিড় এবং চিল্লাপাল্লা শুনে আমি এগিয়ে যাই, সেখানে গিয়ে দেখি সিঁড়িতে শুয়ে এক নবজাতক কান্না করছে। লোকজন তাঁকে ঘিরে রেখেছে, এমন অবস্থায় শিশুটিকে কোলে তুলে নিয়ে হাসপাতালে শিশু ওয়ার্ডে আমার নিজ নামে ভর্তি করাই কারণ বাচ্চাটি অজ্ঞাত তার কোন পরিচয় জানা নাই।
হাসতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছাঃ মুনিরা জান্নাত বলেন, ওয়ার্ড বয় রাজু শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তাঁর অক্সিজেন স্বল্পতায় ছিল আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং শিশু ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা করে ওষুধ পত্র লিখে দেন।
হাসপাতালে ইমারজেন্সিতে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মোঃ ফজলুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, সুস্থ আছে, সর্বক্ষণিক তাঁর দেখ ভাল করার জন্য লোক রাখা হয়েছে।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম বলেন, নবজাতক উদ্ধারের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি জিডি করা হয়েছে। উদ্ধার নবজাতকের বয়স তিন থেকে চার দিন হতে পারে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, হাসপাতালে এক অজ্ঞাত শিশু উদ্ধারের বিষয়ে থানায় জিডি হয়েছে। এখনো কাউকে নবজাতকটিকে সিঁড়িতে রেখে যাওয়ার বিষয়ে শনাক্ত করা যায়নি। তবে হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।