নওগাঁয় কেকের প্যাকেটে উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এক বেকারির মালিককে তিন হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। একই অপরাধে আরও এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে সদর উপজেলা চকরাম চন্দ্র ও পার নওগাঁ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
শামীম হোসেন বলেন, দুপুরে উপজেলার সদর উপজেলা চকরাম চন্দ্র ও পার নওগাঁ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিস্কুটের প্যাকেটে উল্লেখিত ওজন চেয়ে কম ওজন দেওয়ায় ইফাত বেকারির মালিককে ৫ হাজার টাকা ও কেকের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না দেওয়ার অপরাধে আহাদ বেকারি মালিককে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।