আজ মঙ্গলবার ১৯ জুলাই,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় কোলা হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। তদারকিকালে লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে ৮০০০ লিটার ডিজেল মজুদের দায়ে আলহেরা এন্টারপ্রাইজকে ১৫,০০০/- টাকা জরিমানা এবং ০৭ কার্য দিবসের মধ্যে তেলের মজুদ লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স করার জন্য আদেশ দেয়া হয়। এছাড়াও অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে মা-বাবা কসমেটিকসকে ২০০০/- টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে মা বাবা ট্রেডার্সকে ২০০০/- টাকা সহ মোট ০৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যাবস্থায় ১৯,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে বদলগাছী থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।