রবিবার, ১২ মে ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিক খালেদ পেলেন শেরেবাংলা পদক ভুয়া কাগজ দিয়ে প্রবাসীর দোকান ঘর দখল নেওয়ার চেষ্টার অভিযোগ গাজীপুরে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য-নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কিশোরগঞ্জে কৃষি উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে নারীদের ধর্মীয় শিক্ষার আলোকবর্তিতা খাতুনে জান্নাত কওমী মাদ্রাসা শ্বশুরবাড়িতে বেড়াতে আসা জামাইকে পিটিয়ে হত্যা, আটক ৪ সীতাকুণ্ডে ক্ষতিকর কেমিক্যালে তৈরী হতো আইসক্রিম, ২ লক্ষ টাকা জরিমানা রংপুর শ্যামাসুন্দরী খাল পরিস্কার পরিচ্ছন্নকরণ কার্যক্রম শুরু কুড়িগ্রামের শেখ রাসেল অডিটোরিয়ামে বাংলার বৈশাখ, বাংলার নাচ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী লক্ষ্মীপুরে ব্যবসায়ী বসতঘরে হামলা-ভাঙচুর, আহত -৩ প্রকাশ পেল ‘প্রেম শিকলে বাইন্ধা রে মন’ জাস মান্নাত এবার মিউজিক্যাল ফিল্মে তানিনের ‘ব্যাড গার্লস’ আমিরাতের সারজায় ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে হাটহাজারীবাসীর জনসভা
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

২৬ কোটি টাকার রেমিট্যান্স – দৈনিক বাংলার অধিকার

বাংলার অধিকার ডেক্সঃ / ১১৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: সোমবার, ২ মে, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ

এবার ঈদে এসেছে ২৬ কোটি টাকার রেমিট্যান্স
টাঙ্গাইলের সখীপুরে গতবারের চেয়ে এবার ঈদে ৬ কোটি টাকা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। স্বজনদের ঈদ উদ্‌যাপনের জন্য এবার ২৫ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকা পাঠিয়েছেন ৩ হাজার ৬২৬ জন প্রবাসী।

গত বছর রমজান মাসে করোনা পরিস্থিতি ছিল। এরপরও স্বজনদের ঈদের কেনাকাটা করতে প্রবাসীরা ১৯ কোটি ৯৮ লাখ টাকা পাঠিয়েছিলেন। এবার করোনার প্রাদুর্ভাব নেই। তাই এবার স্বজনদের ঈদ উদ্‌যাপন করতে প্রবাসীদের পাঠানো টাকা বেড়েছে। ১১টি ব্যাংকের মধ্যে শুধু অগ্রণী ব্যাংকের সখীপুর বাজার শাখায় ১ হাজার ২৪০টি হিসাবে (অ্যাকাউন্টে) ১২ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকা এসেছে, যা বাকি ১০ ব্যাংকের অর্ধেক।

রেমিট্যান্স পাঠানোর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড সখীপুর শাখা। এ শাখায় এবারের রমজানে টাকা জমা হয়েছে ৫ কোটি ২ লাখ ১০ হাজার টাকা। তৃতীয় অবস্থানে সোনালী ব্যাংক সখীপুর শাখা। সোনালী ব্যাংকে ৩ কোটি ৭২ লাখ ৪৭ হাজার টাকা এসেছে। চতুর্থ অবস্থানে মার্কেন্টাইল ব্যাংক। তাঁদের ২৩১টি অ্যাকাউন্টে ১ কোটি ১৫ লাখ ৩২ হাজার টাকা প্রবাসীরা পাঠিয়েছেন।

গড়গোবিন্দপুর গ্রামের জেসমিন আক্তারের স্বামী চার বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। এবার তাঁর স্বামী ন্যাশনাল ব্যাংকের হিসাবে ঈদ করার জন্য ১ লাখ টাকা পাঠিয়েছেন। শ্বশুর, শাশুড়ি ও বাচ্চাদের জন্য নতুন জামাকাপড়, জুতা, শাড়ি ছাড়াও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে সখীপুর শহরের বিপণিবিতানে এসেছেন। জেসমিন বলেন, গত বুধবার তাঁরা ব্যাংক থেকে টাকা তুলে বৃহস্পতিবার এসেছেন কেনাকাটা করতে।

গত রোজার ঈদের আগে তাঁরা পাঠিয়েছিলেন ১৯ কোটি ৯৮ লাখ টাকা। সবচেয়ে বেশি টাকা এসেছে অগ্রণী ব্যাংক সখীপুর বাজার শাখায়। দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত সখীপুরের ১১টি সরকারি ও বেসরকারি ব্যাংকের রেমিট্যান্স বিভাগে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

ইউএনও ফারজানা আলম বলেন, ‘প্রবাসীরা অনেক পরিশ্রম করে টাকা রোজগার করে নিজের জন্মভূমিতে পাঠাচ্ছেন। সেই রেমিট্যান্সযোদ্ধাদের অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’

টাঙ্গাইল শাড়িঘরের মালিক ইউসুফ আলী বলেন, ‘প্রবাসীদের স্ত্রীরা বেশি বেশি শাড়ি কিনছেন। প্রতিদিন কয়েক লাখ টাকার শাড়ি বিক্রি হচ্ছে। প্রবাসীরা টাকা না পাঠালে তাঁদের বেচাকেনা হয়তো কমে যেত বলে তিনি জানান।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!