নওগাঁ জেলাসহ বিভিন্ন উপজেলার মহাদেবপুর পত্নীতলা ধামুরহাট মুধইল শাাপাহার পোরশক নিয়ামেতপুর মান্দ বদলগাছী উপজেলায় মৌসুমি বায়ুর প্রভাবে বা ভৌগোলিক বৈষম্যের কারণে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৯ পর্যন্তু প্রচুর পরিমাণে বাতাস বা বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন ধরনের আলু সরিষা টোম্যাটো সবজির ক্ষেত নষ্ট।
শুক্রবার ৪ তারিখে বা আমাদের মহাদেবপুর থানায় হাতুড় ইউনিয়ন বা খাজুর ইউনিয়ন ৯নাম্বার চেরাগপুর ইউনিয়ন চৌমাশিয়া জুরে গত বৃহস্পতিবার রাত থেকে প্রচুর পরিমানে বৃষ্টি বা বাতাস হওয়ার কারণে এই সব এলাকায়, সরিষা, আলু, রসুন,পিয়াস,মিষ্টকুমড়ার,বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ভেসে যাচ্ছে।
অপরদিকে বৃষ্টির সাথে হালকা বাতাস হওয়ার কারণে ক্ষেতের, সরিষা, আলু, রসুন, পিয়াস, মিষ্টিকুমড়ার গাছ শুয়ে পড়ছে বা পানিতে তলিয়ে গেছে,, এই সব বৃষ্টি বা মৌসমি বাতাসের কারনে লোকসনে,আশান্বিত হয়ে পড়েছে চাষিরা।