নওগাঁ শহরে ছাত্রলীগের উদ্যেগে তিনটি করোনা প্রতিরোধক বুথ খোলা হয়েছে।শহরের মুক্তির মোড়, তাজ সিনেমা হলের মোড় এবং গোস্তহাটির মোড়ে পৃথক পৃথক তিনটি করোনা প্রতিরোধক বুথ খোলা হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো টায় শহরের মুক্তির মোড়ে বুথের কাযক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রঙ্জিত সরকার, জেলা ছাত্র লীগের সভাপতি সাব্বির রহমান রিজভী এবং সাধারণ সম্পাক আমানুজ্জামান শিউল সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী এবং ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে পর্যায়ক্রমে শহরের গোস্তহাটির মোড় ও তাজ সিনেমা হলের মোড়ে পৃথক পৃথক বুথ এর কাযক্রম আনুষ্ঠানিক ভাবে শুরা করা হয়।
এসব বুথে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক সার্বক্ষনিক ভাবে সংরক্ষিত রাখা হবে।প্রয়োজন বোধে পথচারীরা এ সব বুথে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং বিনা মূল্যে মাস্ক সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পযন্ত এসব বুথ থেকে সাধারণ মানুষ সেবা গ্রহন করতে পারবেন।