পড়লে মাস্ক নিয়মিত,করোনা হবে বিতারিত, মাস্ক পড়া নিশ্চিত করি, কোভিড মুক্ত দেশ গড়ি, নিযমিত মাস্ক পড়বো,স্বাস্থ্য বিধি মেনে চলবো” এই সকল বিভিন্ন স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে কোভিড-19 এর প্রাদূভাব প্রতিরোধে জেলা পুলিশ সুপারের উদ্যোগে আত্রাই থানা পুলিশের আয়োজনে কোভিড-19 কমসূচী পালন করা হয়েছে।এই কম সূচীর অংশ হিসেবে রবিবার সকাল 10টায় আত্রাই থানা চত্বর থেকে কোভিড-19 সামাজিক দূরত্ব রেথে মুখে মাস্ক পড়ে একটি বিশাল র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আত্রাই থানা চত্বরে এসে শেষ হয়। আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ র্যালীতে নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ আত্রাই,নওগাঁ সাবেক কমান্ড মোঃ আকতারুজ্জামান আকতার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইবুপি চেয়ারম্যান আক্কাছ আলী,যুগ্ন-সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব,ইউপি চেয়ারম্যান নাজমূল হক নাদিম,ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, মহিলা আওয়ামীগ নেত্রী জাহেদা বেগম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আত্রাই শাখার সভাপতি একরামূল ইসলাম, সহ- সভাপতি ম্রী তাপস পাল, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সেন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আকতার পলি, উজ্জল মহন্ত প্রমূখ।র্যালীতে সাবিক সহযোগীতায় ছিলেন মানবতার ফেরিওয়ালা আত্রাই থানার তদন্ত (ওসি) মোজাম্মেল হক। এ ছাড়া আত্রাই থানা পুলিশের বিভিন্ন পযায়ের অফিসার/ পুলিশ সদস্যরা অংশ গ্রহন করেন।র্যালী চলা কালিন সময় কোভিড-১৯ প্রতিরোধ এবংআগ্রাসন থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন শ্লোগান দেয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।