সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীনগরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সীতাকুণ্ডে গাঁজা সহ আটক ৩ জিএমপি পূবাইল থানার শ্রেষ্ঠ এসআই হুমায়ুন কবির রংপুরে কিশোর গ্যাংয়ের মূলহোতা গ্রেফতার জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন আওয়ামী লীগ নেতা  খুলনায় গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনার উদ্বোধন বিভাগীয় প্রশাসন রংপুরের আয়োজনে অভিযাত্রিকের সাহিত্য আসর অনুষ্ঠিত হেলিকপ্টার ব্যাবসায় সীমান্ত, সঙ্গী হলেন বারিশ বৈশাখী টিভির মিউজিক্যাল শো-তে ফারিহা পাঁচবিবিতে কড়িয়া মাদ্রাসা দাখিল পরীক্ষায় এবারও জেলার শীর্ষে পাঁচবিবিতে পুত্রবধুর হাতে শাশুড়ি নিহত, পুত্রবধু আটক বকশীগঞ্জে রাতের আঁধারে পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে! অধিকার পৌর ৮ নং ওয়ার্ডে ঘোড়া মার্কার গনসংযোগ ও পথসভা জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই ………অ্যাড. হুমায়ুন কবির সুমন আমিরাতে জাতীয় হিন্দু মহাজোট আহ্বায়ক কমিটির উদ্যোগে শুভ মহারাম নবমী উদযাপন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

শাহরাস্তিতে বিএনপি- জামাত ক্যাডার সাইফুলের নেতৃত্বে বিবাদীদের আক্রমনে আহত ৭ -দৈনিক বাংলার অধিকার

এম আলী মুজিব , জেলা প্রতিনিধি / ১৪৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১, ৮:৩৩ পূর্বাহ্ণ

চাদঁপুর শাহরাস্তি উপজেলার দেবীপুর গ্রামে রেহেনা বেগম গং , রাবেয়া বেগম গং , খাদিজা বেগম গংদের সাথে হারুন রশিদ ও জানে আলম গংদের সাথে দীঘ’দিন ধরে বসতভিটি নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলমান আছে ।

রেহেনা বেগম বাদী হয়ে হারুন রশিদ গং , আবদুল হাফিজ সাফি চৌধুরী গং ও জানে আলম গংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত চাঁদপুরে দেওয়ানী মোকদ্দমা নং ৬১/২০ এবং ৯৭/২০ ইং দায়ের করেন এবং রাবেয়া বেগম বাদী হয়ে সিআর মোকদ্দমা নং ১৯২/২০ ইং দায়ের করেন যা চলমান আছে । একই সাথে জানে আলম গংদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক জিডি রয়েছে । উক্ত বিষয়ে আপোষ করতে শাহরাস্তি থানায় এসআই আউয়াল বাদী বিবাদীদের নিয়ে একাধিক সালিশ বৈঠক করেন ।

থানায় উভয় পক্ষের সব শেষ সালিশ বৈঠকে সম্পক্তি পরিমাপ করে বাদীপক্ষের প্রাপ্ত সম্পক্তি সঠিক ভাবে বের করার সিদ্ধান্ত হলে গত ৩০/১২/২০ এবং ৩১/১২/২০ ইং তারিখে উভয় পক্ষের মনোনীত সাভে’য়ার দিয়ে বসতভিটি পরিমাপ করা হয় ।

ঘটনাসূত্রে সরেজমিনে গেলে দৈনিক বাংলার অধিকার প্রতিনি়ধিকে বাদীপক্ষ ও এলাকাবাসী জানান যে-
জমি পরিমাপের ২য় দিন গত ৩১/১২/২০২০ তারিখে আদালতে চলমান মোকদ্দমার বিবাদীপক্ষ হতে বাদীপক্ষ বসতভিটি পাবে মমে’ সরেজমিনে পরিমাপে প্রতিয়মান হলে এবং বাদীপক্ষের মালিকানা হলেই দুপুর অনুমান ১:০০ ঘটিকায় বিবাদীদের পক্ষে বিএনপি জামাতের ক্যাডার এবং বিভিন্ন অপকমে’র গডফাদার সাইফুল ইসলাম রনি ( ৪৫) এর নেতৃত্বে এবং তার নিদে’শে নিবা’হী ম্যাজিস্ট্রেটেডের ক্ষমতার দাপট দেখিয়ে তার ভাই মহসিন ভূঁইয়া (৩৭ ) , সুমন ভূইয়া ( ৩৫) , আদালতে চলমান মোকদ্দমা সমূহের বিবাদী জানে আলম ( ৪৫) , সবুজ (৩০) , আলমগীর ( ৩০) , জাহাঙ্গীর (২৮) , কামাল ( ৪৭) সব’ পিতা – হারুন রশিদ , জরু বেগম ( ৫০) , বেবি বেগম ( ৫২) , খোরশিদা বেগম ( ৬০) সব’ স্বামী হারুন রশিদ, তাহমিনা আক্তার রত্না (৪০) স্বামী জানে আলম , জীবন ( ৪০) , সিপন ( ৩৫) উভয় পিতা মৃত তিতা মিয়া , চা দোকানী অরুনের ছেলে সব’ সাং দেবীপুর , ডাকঘর – কালিয়াপাড়া , শাহরাস্তি ,চাদপুরসহ অজ্ঞাতনামা ১০/১২ জন আসামী দেশীয় অস্ত্র নিয়ে দেওয়ানী ও ফৌজদারী আদালতে চলমান মোকদ্দমা সমূহের বাদীপক্ষ ১) খন্দকার শামসুল আলম সুজন , ২) শাবানা খন্দকার , উভয় পিতা মৃত খন্দকার আবু তাহের , ৩) রাবেয়া খন্দকার , পিতা মৃত সফি উল্লাহ , ৪) ময়না খন্দকার , ৫) আখি খন্দকার উভয় পিতা মৃত বাচ্চু মিয়া , ৬) মোশারফ হোসেন সুমন , পিতা মৃত মোখলেছুর রহমান , ৭) শামরিন খন্দকার ঐশি পিতা খন্দকার শামসুল আলম সুজন গুরুতর আহত হয় । ঘটনা জানতে পেরে শাহরাস্তি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে চিকি!সার জন্য পাঠানোর ব্যবস্থা করেন । আহতগণ চাঁদপুর সদর হাসপাতালে টিটমেন্ট গ্রহন করেন ।

উক্ত বিষয়ে ন্যায় বিচার পেতে মার়ধরে ভুক্তভেগী আহতরা মাননীয় সাংসদ মেজর অব. র়ফিকুল ইসলাম বীর উত্তম স্যারের হস্তক্ষেপ কামনা করেন । উক্ত বিষয়ে শাহরাস্তি থানায় যোগাযোগ করলে জানা যায় যে , এখনও ভোক্তভোগীরা থানায় এখনও কোনো মামলা করেন নাই ।

বাদীপক্ষের বক্তব্যের মতে উক্ত বিষয়ে আদালতে চলমান মোকদ্দমার বিবাদীপক্ষ সহ অতকি’ত ভাবে মারধরে অংশগ্রহনকারীদের সাথে আমরা যোগাযোগ করলে তাহারা মারধরের ঘটনা অস্বীকার করেন ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!