আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ রাজশাহী,পবা-থানা, ৮নং বড়গাছি ইউনিয়নের অন্তর্ভুক্ত দাদপুর গ্রামে। মৌজাঃ দাদপুর, জে এল ন;- ১২৪। ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছে। এনামুল, রানা, আলমগীর, এবং প্রতিনিধিত্ব করছেন পবা, উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক। মৌজাঃ দাদপুর, জে,এল নং-১২৪। সরকারিভাবে পুকুর খনন নিষিদ্ধ থাকলেও তা মেনে পুকুর খনন করছে প্রভাবশালীরা। ধান, ও পাট ক্ষেত বিনষ্ট করে নিয়মনীতির তোয়াক্কা না করে করে ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চালাচ্ছে। দাদপুরে পুকুর খনন করছে।এ খবর জানতে পেরে এসিল্যান্ড সহ তার স্টাফ সেখানে যান।এ সময় এসিল্যান্ড এর গাড়ী তে হানলা চালায় এনামুল, রানা,র বৌয়েরা। সেখানে উপস্থিত ছিলেন ইমদাদুল। এ ব্যাপারে জানার জন্য এসিল্যান্ড সাহেব কে ফোন দেওয়া হয় কিন্তু তিনি ফোন কেটে দেয়। আগে যেখানে ফসলের আবাদ হতো, এখন তা পুকুরে রূপান্তরিত হচ্ছে পুকুরে। কিছুদিন আগে ও ইমদাদুল এর পুকুর খনন করা অবস্থায় ভেঁপু’র ব্যাটারি ও টুলবক্স জব্দ করে নিয়ে এসিল্যান্ড,কি কারনে মামলা হয়নি তা কারো বোধগম্য নয়। বিষয়ে পবা-থানা, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফাকে বিষয়টি জানতে চাওয়ার জন্য মুঠোফোনে চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ দেখায়।