বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা সমিতি ইউ এস এ কর্তৃক মতবিনিময় সভায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জৈষ্ট উপজেলা নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রিভেঞ্জ’ কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের বহুমাত্রিক নিরাপত্তায় খুশি সাধারণ ভোটাররা সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ রিষু তালুকদারের শুভ জন্মদিন কারাগারে বন্দী অবস্থায় চেয়ারম্যান নির্বাচিত সামচুল আলম চৌধুরী গঙ্গাচড়ায় কর্মসৃজন শ্রমিকের কাছে ইউপি সদস্যের টাকা নেয়ার অভিযোগ, অপারগতায় হুমকি বগুড়া শেরপুর হুসনাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে হাটহাজারীবাসীর জনসভা দাকোপে লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে শেখ যুবরাজের পদত্যাগ সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আরিফুল আলম চৌধুরী রাজু পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোট দিতে গিয়ে কেন্দ্রে এক বৃদ্ধার মৃত্যু বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তারের গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

শাহরাস্তি ফেসবুক ফ্রেন্ডশিপ ফোরাম এর উদ্যোগে শাহরাস্তিতে খাদ্য সহায়তা প্রদান-দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৩০৭ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১:৩৭ অপরাহ্ণ

মাহমুদুল হাছানঃ চাঁদপুরের শাহরাস্তিতে অসহায়, দরিদ্র ও মধ্যবর্তী পরিবারের খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে শাহরাস্তি ফেসবুক ফ্রেন্ডশিপ ফোরাম। পরিচয় গোপন রেখে ঘরের দুয়ারে খাদ্য রেখে আসার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে তারা কাজ করে যাচ্ছে নিভৃতে। ফোনের মাধ্যমে খবর পেয়ে ছুটে যাওয়া ও সামাজিক সচেতনতায় ফোরামটি ভূমিকা রাখছে। ১১ এপ্রিল শনিবার এমন খাদ্য সহায়তা দিতে দেখা যায়। এ ব্যাপারে ফোরামের প্রতিষ্ঠাতা রাফিউ হাসান দৈনিক বাংলার অধিকার কে জানান, আমি ও আমার সহযোদ্ধারা মধ্যবিত্তদের বাড়ি গিয়ে খাদ্য সেবা পৌঁছে দিচ্ছি। আমরা বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ীদের উদ্যোগে খাদ্য সরবরাহ সেবার ক্ষুদ্র একটি অংশ হয়ে এ কাজ করছি। অসংখ্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে আমরা এ খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। তিনি আরো জানান, আমরা ব্যক্তি পরিচয় গোপন রেখেই এই সেবাটি দিয়ে যাচ্ছি। যেমন ফেইসবুকের মাধ্যমে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে রেখেছি। সেই নাম্বারে যারা কল করছেন তাদের নাম ঠিকানা লিখছি। পরে তাদের এলাকায় এলাকায় ঘুরে প্রকৃত সুবিধাবঞ্চিত মধ্যবিত্ত ও হতদরিদ্রদের খুঁজে বের করে এই সেবা পৌঁছে দিচ্ছি। উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব, পৌরসভার মেয়র ও ইউনিয়নের চেয়ারম্যান আমাদের ডাকে দ্রুত সাড়া দিয়ে থাকেন। আমরা তাদের সহযোগিতা ও ভালোবাসায় দ্রুত খাদ্য পৌঁছে দিতে পারি জনগণের দোরগোড়ায়। জাতির ক্রান্তিলগ্নে সকলে মিলে কাজ করার এক প্লাটফর্ম হলো এই ফোরাম। ফোরামটি প্রতিষ্ঠার পর কাজ করে যাচ্ছে শাহরাস্তির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে। বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রমের বিরুদ্ধে অবস্থান, দূর্নীতির বিরুদ্ধে অবস্থান, করোনায় সচেতনামূলক কার্যক্রম গ্রহণসহ আরও নানা সামাজিক কাজে ফোরামটি জনপ্রিয় হয়ে উঠেছে শাহরাস্তির সকলের নিকট। শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান ফোরামটির ব্যাপারে বলেন, সামাজিক কর্মকান্ডে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে ফোরামটি। সকলে যখন ত্রাণ দেওয়ার সময় ছবি তুলায় নিজেদেরকে জাহির করতে ব্যস্ত, ঠিক সেই সময়ে এই ফোরামটি দেখিয়ে দিলো কিভাবে নিভৃতে থেকেও কাজ করা যায়। একজন অসহায় মানুষকে ত্রান দিয়ে ছবি তোলাটা খুবই মর্মান্তিক। তারা গরীব ও অভাবী হলেও তাদের সম্মান রয়েছে। আর তাদের সম্মান রক্ষার্থে ফোরামটি সচেষ্ট থেকে কাজ করে যাচ্ছে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!