বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই লাকসাম কৃষ্ণপুর এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার ফরিদপুরে স্বাধীনতা চিকিৎসকদের সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে দুপুরের খাবার খেতে আসার পথে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের পাঁচবিবিতে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালিত পথচারী ও তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ পূবাইলে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাত গ্রেফতার রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত কুড়িগ্রামে তীব্র তাপদাহে জমিতে ধান কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু পূবাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অবশেষে আটক হলো কালীগঞ্জের ৯ মামলার আসামী সেলিম মেম্বারসহ ৬ মামলার আসামী অর্ণব মহান মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছে যুবলীগের নেতা সবুজ মহান মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছে তাঁতীলীগের নেতা সাঈদ মহান মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছে তাঁতীলীগের নেতা সজিব সীতাকুণ্ডে অনুমোদন না নিয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে সবান তৈরী করায় জরিমানাসহ আটক ১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নাটোরে ধর্ষণের বিচার ২ হাজার টাকায় মীমাংসা-দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৩২৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৯:৩৭ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধিঃ
স্বামী মারা যাওয়ার মাত্র মাস খানেক পার হয়েছে। এরই মধ্যে ধর্ষনের শিকার হয়েছেন এক বিধবা নারী।
নিঃসন্তান নারীকে ধর্ষনের পর হুমকি দেওয়ার কারনে ভয়ে বাবার বাড়িতে পালিয়ে যান তিনি। হুমকি-ধামকি দিয়ে থানা পর্যন্ত যেতে দেওয়া হয়নি ধর্ষিতাকে।
বরং স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাত্র দুই হাজার টাকায় ধর্ষনের বিচার করে ধর্ষিতার হাতে তুলে দিয়েছেন টাকা। এনিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

এমন এক ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে।
ধর্ষিতা নারী ও এলাকাবাসীরা জানান, গত এক মাস আগে তার স্বামী মারা গেছে। কোন সন্তান না থাকায় বাড়িতে একাই থাকতেন তিনি। গত ১৮ডিসেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বড়াইগ্রাম ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা রাজাউল্লার ছেলে মখলেছুর রহমান সহ তার আরো দুই সহযোগি ঘরে প্রবেশ করে। এসময় ওই নারীকে জোর পূর্বক ধর্ষন করে তারা।

এসময় বিধবার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ধর্ষক মোখলেসুর রহমানকে আটক করে। এসময় পালিয়ে যায় তার দুই সহযোগি।

এদিকে, ওই দিন রাত ১টার দিকে ধর্ষিতার বাড়িতে বসে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় লোকজন। অবস্থার বেগতিক দেখে ধর্ষিতাকে নানা ভাবে হুমকি দেওয়া হয়।

পরে অভিযুক্ত মোখলেসের পরিবার বড়াইগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মোস্তফা খানের স্বরণাপন্ন হলে ওই আওয়ামীলীগ নেতা ধর্ষিতারর হাতে ২ হাজার টাকা ধরিয়ে দিয়ে ঘটনার মীমাংসা করে দেন। এ ঘটনায় অসহায় বিধবা নারী ভয়ে নীরবে বাবার বাড়ি চলে যায়।

শনিবার এই প্রতিবেদক ধর্ষিতার বাড়িতে গেলে সেখানেই কথা হয় তার সাথে। এসময় পুলিশের কাছে কেন গেলেন না, এমন প্রশ্নের জবাবে ধর্ষিতা বলেন, গরীব মানুষ কোনো বিচার পায় না। পুলিশের কাছে গেলে আমি বাড়িতে থাকতে পারবোনা। আল্লায় এর বিচার করবে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোখলেসের বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি আর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তফার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন। এ ব্যাপারে আমি জানিনা আপনারা ভালো করে নিউজ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন বলেন, বিষয়টি আমার জানা নাই। এমন ঘটনা ঘটে থাকলে অন্যায় করেছে। অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন আর রশিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এই প্রতিবেদকের কাছ থেকে জানার পর এবিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!