শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ওমর হুছাইন(ভুলু) বিরামহীন প্রচারণা উপজেলা নির্বাচনে অংশ গ্রহন সিলেট বিভাগের বিএনপির ৯ নেতা বহিস্কার পাঁচবিবির বাগজানায়” এমপির “সৌজন্য সফর ও মতবিনিময় ভাই ব্রাদার্স স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ৪র্থ ফোরচাল টুর্নামেন্ট খেলোয়ারদের কি বল্লেন ইউপি চেয়ারম্যান মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ সাংবাদিক তুষার দাস ও প্রিয়ংকা দাসের একমাত্র কণ্যা তৃধার মুখে ভাত অনুষ্ঠানে প্রীতি ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ ফরিদপুরে উপজেলা নির্বাচনে করণীয় নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কুলিয়ারচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম‍্যান প্রার্থী সন্দীপ ঘোষের টিউবওয়েল প্রতীকের পক্ষে রাজগঞ্জে নির্বাচনী সভা দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ পাঁচবিবিতে আলট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ, ক্লিনিকে জন্ম নিল এক শিশু ফরিদপুর জেলা ছাত্রলীগের শান্তি মিছিল অনুষ্ঠিত কুলিয়ারচরে মনিক্স সুজ এর লাকী কূপন ড্র অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর ৮০ তম জন্মদিনে সঙ্গীতানুষ্ঠান-দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৬৭৭ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯, ৫:৪৯ অপরাহ্ণ

যীশু সেন, স্টাফ রিপোর্টার:

সঙ্গীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান গত ২ ও ৩ ডিসেম্বর সুরতীর্থ এর উদ্যোগে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) অনুষ্ঠিত হয়। ১ম দিনে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম আর্য্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, বিশিষ্ট সেতার শিল্পী মিহির কানুনগো। ২য় দিনে অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম এর আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম এর শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সংবর্ধেয় অতিথি ছিলেন সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠের উপাধ্যক্ষ ও সুরতীর্থ’র অধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী। আবৃত্তিকার অরুণ ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী সুব্রত দাশ অনুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম, শিল্পী ও সাংবাদিক শাহাবুদ্দীন খালেক ফারুক, তবলা শিল্পী প্রশান্ত ভৌমিক, সঙ্গীত শিল্পী রিষু তালুকদার। উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সমরজিৎ রায়, পলাশ দে, উৎপল দে (মিঠু), যীশু সেন প্রমুখ। দু’দিনব্যাপী অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন- সুব্রত দাশ অনুজ, রিষু তালুকদার, দীপ্ত সেন, রঞ্জন দত্ত, শ্যামল রাজ দত্ত, কে.পি দাশ বাবু, শিমুল দাশ, রাজীব মজুমদার, শ্রাবন্তী ধর, দোলন চক্রবর্তী, প্রিয়াঙ্কা দাশ অর্কি, প্রমা অবন্তী বিশ্বাস, অমিত চক্রবর্তী, অনুষ্ঠানে কেক কেটে সঙ্গীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর ৮০তম জন্মদিন উদযাপন করা হয় এবং শিষ্যদের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর অনন্য ভূমিকা রয়েছে। বিভিন্নভাবে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর ভূমিকা বিরাজমান। এই গুণী শিল্পীকে সংবর্ধনার মধ্যদিয়ে যথাযথ মূল্যায়ন করেছেন তাঁর শিষ্যরা। এজন্য সুরতীর্থ’র শিষ্যরা প্রশংসার দাবি রাখে।
ধ্রুপদ পরিবেশনায় ছিলেন অনিন্দিতা, প্রজ্ঞা লাবনী, শ্রাবন্তী, অমি, মুক্তা, প্রিয়ন্তী, স্নেহা, ঐশী, রক্তিম, রিমি, রিমন, স্বস্তিকা, দীপ্ত, অস্মি, পার্থ, পূর্ণ প্রমা, অমৃত, প্রমা, এপি, শান্তনু, দীপান্বিতা, শিঞ্জন সরকার, গৌরী নন্দী, শিল্পী নন্দী , সৈয়দা আনিকা ফেরদৌস, পৃথুলা বিশ্বাস, চন্দ্রিকা ও মৌমিতা ।
যন্ত্রে সহযোগিতায় ছিলেন হারমোনিয়ামে রিষু তালুকদার, সুব্রত দাশ অনুজ, লিটন সেন, দোলন চক্রবর্তী ও কে পি দাশ বাবু । তবলায় ছিলেন উৎপল দে মিঠু, পলাশ দে, সানি দে, আশীষ দে ও রতন দত্ত। বেহালায় শ্যামল দাশ, তানপুরায় অনিন্দিতা তালুকদার, প্রজ্ঞা লাবনী সিকদার, সৌমি চক্রবর্তী, মোমি চক্রবর্তী, রিয়া দাশ, প্রমা অবন্তী বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ওস্তাদজির একনিষ্ঠ শিষ্য সুব্রত দাশ অনুজ, রিশু তালুকদার, উৎপল দে ও পলাশ দে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!