ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধাশ্রম কে না বলুন, বৃদ্ধ মা-বাবাকে সম্পদ ভাবুন “- দৈনিক বাংলার অধিকার    

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০১৯ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

যীশু সেন ঃ
সামাজিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অটুট থাকলে কেউ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারেন না। মা-বাবা বৃদ্ধ হলে পরিবারের সম্পদ ভাবুন এবং বৃদ্ধাশ্রম কে না বলুন। চট্টগ্রাম আনন্দ সাংস্কৃতিক অংগনের বিশেষ আয়োজন সংগীতানুষ্ঠান ” বৃদ্ধাশ্রম ” গত ১৭ নভেম্বর রবিবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাহাবুব উল আলম চৌধুরী। আশরাফ মাসুদ এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন কোতায়ালী থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ মহসীন (পিপিএম)। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিসেস বৈশাখী মেন্ডিস, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক লিটন মিত্র। বৃদ্ধাশ্রম শিরোনামে দশজন শিল্পীর বিশটি গান পরিবেশন করেন। এতে অংশগ্রহণ করেন শিল্পী অনন্যা সেন নিপা, শিল্পী সুকুমার দে, শিল্পী মিতা নুর, শিল্পী মো. মহিউদ্দীন শাহীন, শিল্পী মিকাতুন জান্নাত, শিল্পী তাসনিম যারীন ইসমি, শিল্পী লুপর্না মুৎসুদ্দী, শিল্পী তন্দ্রা সিংহ, শিল্পী প্রিয়াঙ্কা দাশ ও শিল্পী রিতু বড়ুয়া।

Don`t copy text!