ঢাকারবিবার , ১ সেপ্টেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিবেক কি মরে গেছে?প্রশ্ন রাখলাম আপনার কাছে এই দেশের জনগনের কাছে,১১বছরের শিশু এখন মা – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১, ২০১৯ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

পরশুরাম-অনন্তপুরে ১১ বছরের শিশু পারভিন এখন মা, পুরুষ রুপের জানোয়ার,সলিয়া গ্রামের আবুল কাশেম (৫৫)-লালসার শিকার-সেই ১১বছরের শিশুটি ২৬ আগষ্ট মা হয়েছে,অবুঝ শিশুটি আজ মা ! বিবেক তুমি কখন জাগবে ? বিবেক তুমি জেগে উঠো, ১১ বছরের একটি মেয়ে কি বুঝে কিভাবে অন্য একটি শিশুকে লালন পালন করবে। কি হবে শিশু’মা এবং নবজাতক-এর ভবিষ্যৎ। সমাজ ‘রাষ্ট্র কে শিশু-মা ও নব জাতকের দায়িত্ব বহন করবে? না করতে বাধ্য হবে। প্রশ্ন রাখলাম–শিশুর ধর্ষণকারী কি, বেঁচে থাকার অধিকার রাখে ? সমাজ কি চেয়ে দেখবে কিছুই বলবে না ।
আমি ‘বাবা’ আমি শংঙ্কিত। আমি ‘পুরুষ’ আমি লজ্জিত।

আজ আপনার বিবেগ কি বলে —-?

আমি শুধু সংগ্রহ করেছি সেয়ার করার অধিকার আপনার

 

Don`t copy text!