|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
বিবেক কি মরে গেছে?প্রশ্ন রাখলাম আপনার কাছে এই দেশের জনগনের কাছে,১১বছরের শিশু এখন মা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০১৯
পরশুরাম-অনন্তপুরে ১১ বছরের শিশু পারভিন এখন মা, পুরুষ রুপের জানোয়ার,সলিয়া গ্রামের আবুল কাশেম (৫৫)-লালসার শিকার-সেই ১১বছরের শিশুটি ২৬ আগষ্ট মা হয়েছে,অবুঝ শিশুটি আজ মা ! বিবেক তুমি কখন জাগবে ? বিবেক তুমি জেগে উঠো, ১১ বছরের একটি মেয়ে কি বুঝে কিভাবে অন্য একটি শিশুকে লালন পালন করবে। কি হবে শিশু'মা এবং নবজাতক-এর ভবিষ্যৎ। সমাজ 'রাষ্ট্র কে শিশু-মা ও নব জাতকের দায়িত্ব বহন করবে? না করতে বাধ্য হবে। প্রশ্ন রাখলাম--শিশুর ধর্ষণকারী কি, বেঁচে থাকার অধিকার রাখে ? সমাজ কি চেয়ে দেখবে কিছুই বলবে না ।
আমি 'বাবা' আমি শংঙ্কিত। আমি 'পুরুষ' আমি লজ্জিত।
আজ আপনার বিবেগ কি বলে ----?
আমি শুধু সংগ্রহ করেছি সেয়ার করার অধিকার আপনার
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.