মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুলাই) ভোর রাতে চর লরেন্স ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়ারা জানান, শনিবার ভোর রাতে কে বা কাহারা নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দেয়। আহসান উল্যাহ হিরন চর লরেন্স ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।
নৌকা প্রতীকের প্রার্থী আহসান উল্যাহ হিরন অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত দেখে প্রতিপক্ষরা ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য আমার নির্বাচনী অফিসে আগুন দেয়। তিনি আরও জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. সোলাইমান জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করি এবং আগুনে ক্ষতিগ্রস্থ চেয়ারগুলো আলামত হিসেবে জব্দ করা হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।