ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে পরিচয়: প্রেমের টানে লক্ষ্মীপুরের যুবকের সাথে ঘর বাঁধলেন মার্কিন নারী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৭, ২০১৯ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি: এর আগেও বহু বিদেশী সুন্দরী রমণীদের এ দেশের তরুণ ছেলেদের প্রেমের টানে ছুটে আসার ঘটনা রয়েছে। তবে সম্প্রতি সেই তালিকায় যোগ হলেন মার্কিন নারী সারলেট। আমেরিকার থেকে লক্ষ্মীপুরের সোহেল হোসেনের প্রেমিকের টানে বাংলাদেশে ছুটে আসেন মার্কিন এই নারী। সব প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসেছেন মার্কিন নারী সারলেট,সারলেটের বাড়ি আমেরিকার নিউজার্সিতে। ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব ও প্রেম প্রেমের কোনও দেশ-কাল-পাত্র নেই। আর এই প্রেমের টানেই সব প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এলেন মার্কিন নারী সারলেট। ঘর বাঁধলেন লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনের সাথে। দুইদেশের দুই সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালবাসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেয়ার পর গত ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। ১৬ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় তাকে। বিয়ের পর মার্কিন নববধূকে দেখতে ভিড় করেন এলাকার হাজার হাজার মানুষ।

Don`t copy text!