গাজী মোহাম্মদ হানিফ: সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : দৈনিক বাংলার অধিকার ।
সোনাগাজীতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে ফেনী-৩ আসনের জেনারেল মাসুদ চৌধুরী এমপি বলেন- শিক্ষকদের মধ্যে কোন দ্বিধাবিভক্তি থাকবে না। গনতান্ত্রিক বা যে কোন উপায়েই হোক শিক্ষকদের মধ্যে চলমান দ্বিধাবিভক্তির সমাধান করতে হবে। সোনাগাজীতে প্রাথমিক শিক্ষক সমিতি একটাই থাকবে। বৃহস্পতিবার (১১জুলাই) বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষার গুনগতমান বিষয়ক মত বিনিময় ও নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন ।
এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন,শিক্ষার্থীদের শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন। কারন শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে যত ভালো সার্টিফিকেটই অর্জন করুক না কেন নৈতিক শিক্ষা অর্জন করতে না পারলে তা কোন কাজে আসবে না।
তাই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিবেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলা শাখার সভাপতি এ.কে.এম শরিয়ত উল্ল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেনী জেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম,সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দির মাহমুদ লিপটন,সোনাগাজী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারুজ্জামান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির প্রমুখ।