ঢাকাশনিবার , ৬ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কাল‌কি‌নি‌তে উৎসবমূখর প‌রি‌বে‌শে ছাত্রলী‌গের বা‌র্ষিক সম্মেলন অনু‌ষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৬, ২০১৯ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রতন দে,মাদারীপুর প্র‌তি‌নি‌ধিঃ
আজ শ‌নিবার(৬জুলাই)সকালে কাল‌কি‌নি উপ‌জেলা,‌পৌরসভা ও কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন বিশ্ব‌বিদ্যাল‌য় ক‌লেজ শাখার স‌ম্মেলন আধু‌নিক অ‌ডি‌টো‌রিয়াম মা‌ঠে, জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জা‌হিদ হো‌সেন অ‌নিকের উ‌দ্বোধনায় উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ওয়া‌হিদুজ্জামান বু‌লে‌টের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত হয়।
এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাংলা‌দেশ আওয়ামীলী‌গের দপ্তর সস্পাদক ও সংসদ সদস্য ড.আবদুস সোবহান গোলাপ।
‌বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সংর‌ক্ষিত আস‌নের এম‌পি‌ ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি অধ্যা‌পিকা তাহ‌মিনা বেগম,সাধারন সম্পাদক ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান তৌ‌ফিকুজ্জামান শা‌হিন,উপ‌জেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,‌পৌর-আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ও মেয়র এনা‌য়েত হো‌সেন,‌পৌর আওয়ামীলী‌গের সভাপ‌তি এড.আবুল বাসার,উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারন সম্পাদক মীর মামুন অর র‌শিদ,সরদার মোঃ‌লোকমান হো‌সেন।
এ সময় বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় ছাত্রলী‌গের সহ- সভাপ‌তি কামাল খান,কৃ‌ষি শিক্ষা বিষয়ক সম্পাদক এস. এম. মাসুদুর রহমান মিঠু,আন্তর্জা‌তিক বিষয়ক উপ সম্পাদক এস. এম. শওকত হো‌সেন,উপ কর্মসূচী সম্পাদক বি. এম. মা‌নিক,সহ সম্পাদক আহসান হা‌বিব বা‌প্পি,‌জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক তান‌ভীর মাহমুদ আ‌বির প্রমুখ।
সা‌র্বিক প‌রিচালনায় ছি‌লেন উপ‌জেলা সাধারণ
সম্পাদক মীর রুহুল আ‌মিন সুজন ও সাংগঠ‌নিক সম্পাদক জা‌হিদ হাসান।

Don`t copy text!