সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য জগন্নাত দেবনাথ সাপাহার উপজেলা ও নওগাঁ জেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য হিসেবে লোকাল গভর্নমেন্ট এ্যাওয়ার্ড/ ২০১৯ লাভ করেছেন। গত ৬ জুলাই শনিবার জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা লোকাল গভর্নমেন্ট এ্যাওয়ার্ড/ ২০১৯ বিতরণী অনুষ্ঠানে সাপাহার উপজেলা ও নওগাঁ জেলার শ্রেষ্ট ইউপি সদস্য জগন্নাত দেবনাথের নাম ঘোষণা করা হয়।
এ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসাবে উপজেলা ও জেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য জগন্নাত দেবনাথের হাতে ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
এ সময় সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সদ্য বিদায়ী ও ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান, নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।