স্বপন কুমার রায় খুলনা ব্যুরো দৈনিক বাংলার অধিকার:
খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীর শিক্ষাথীদের নবীন বরণ অনুষ্ঠান গত সোমবার সকাল ১০টায় দিকে অনুষ্ঠিত হয়।বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজেজের অধ্যক্ষ শ্যামল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মানষ মুকুল রায়।
প্রভাষক নিত্যানন্দ সরদার ও অনিমেষ মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রাক্তন সহকারী অধ্যাপক পরান চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক সমর মহলদার, সহকারী অধ্যাপক সুবীর রায়, প্রভাষক বিজন রায়, প্রভাষক হেমন্ত কুমার বৈদ্য, প্রভাষক প্রনবেন্দু রায়, প্রভাষক কামরুল খান, প্রভাষক তাপস প্রামান্য, প্রভাষক সুনিত মন্ডল, প্রভাষক সমরেন্দ্র নাথ সরকার প্রমূখ। বক্তারা বলেন আমাদের কলেজে পড়াশুনার পাশাপাশি মানষিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রত্যেক বছর ক্রীড়া ও সাংস্কিতিক প্রতিযোগীতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। সর্ব শেষ পুরাতন শিক্ষার্থীরা নবীন ছাত্র ছাত্রীদের গোলাপের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।