ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শনিবার কমিটির সভাপতি সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের সভাপতিত্বে হাসপাতাল সভা কক্ষে অনুষ্টিত হয়। কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এনামুল হকের সঞ্চালনায় গুরুত্বপুর্ণ সভায় বিভিন্ন বিষয়ে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় নান্দাইল উপজেলা হাসপাতালের ৯২ জন কর্মকর্তা-কর্মচারী শূণ্যপদ পূরনের বিষয়টি সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মহা পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়। নান্দাইল হাসপাতালে কর্মরত ডাক্তার জাহিদুল ইসলাম প্যাথলজিস্ট পেশনে পুলিশ হাসপাতাল ময়মনসিংহ এর পেশনে নিয়োগ বাতিলের দাবী জানান কমিটির সদস্যরা। অপরদিকে বিগত ১৩ই ফ্রেব্রুয়ারি ২০১৪ইং থেকে জাহাঙ্গীরপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সহকারী চার্জন ডা. অনুজা রায় বণি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অদ্যকার সভায় ক্ষোভ প্রকাশ সহ অবিলম্বে তাকে চাকুরি থেকে অব্যাহতি প্রদানের দাবী জানানো হয়। সভায় আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, প্যানেল মেয়র রেজাউল করিম রিপন, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী, উপপরিদর্শক আনোয়ার হোসেন, নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার পর নান্দাইল হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্বোধন সহ সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন কয়েকটি ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন। এসময় তিনি বলেন, হাসপাতাল পরিচালনায় কোন প্রকার অনিয়ম আর প্রশ্রয় দেওয়া হবে না।