মো: মাসুদ মিয়া, কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥ কচুয়ার পৌরসভার প্রানকেন্দ্রে অবস্থিত কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের প্রয়াত অধ্যাপক দীপক নারায়ণ মন্ডলের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ শাহ মো: জালাল উদ্দিন চৌধুরী ও সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,কলেজের সাবেক খন্ডকালীন প্রভাষক মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন,সাবেক সদস্য প্রদীপ কুমার ভৌমিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মো: সোলেমান মিয়া,সহকারী অধ্যাপক একেএম কামরুল হাসান ভূঁইয়া, আবুল কালাম আজাদ,জাকির হোসেন শাজুলী, মোস্তফা জামান,পুতুল রানী দেবী প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোসলেহ উদ্দিন রিমু ও সাধারন সম্পাদক আরিফুল ইসলাম। উল্লেখ্য যে, অধ্যাপক দীপক নারায়ণ মন্ডল ১৯৮৯ সালে এ কলেজে জীববিজ্ঞান বিভাগে যোগদান করে। শিক্ষার্থীদের মাঝে প্রিয় শিক্ষক হিসেবে কর্মরত থেকে গত ৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কচুয়া : কচুয়ায় প্রয়াত অধ্যাপক দীপক নারায়ন মন্ডলের শোকসভায় বক্তব্য রাখছেন কলেজের অধ্যক্ষ শাহ মো: জালাল উদ্দিন চৌধুরী।