ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল জুয়ায় আসক্ত যুব সমাজ, নিঃস্ব হচ্ছে পরিবার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৭, ২০১৯ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূলে যখন সবাই সোচ্চার, ঠিক তখনই মাদকের মতো সামাজিক ব্যাধি হয়ে পড়েছে মেবাইল জুয়া, মাদকের কালো থাবায় অনেক পরিবার আজ ধ্বংসের দারপ্রান্তে, আজ জুয়াও অনেক পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে। মাদক যেমন উঠতি বয়সী যুবকদের গ্রাস করে ফেলছে, ঠিক তেমনি জুয়া নামের এই ব্যাধিটিও সমাজের উঠতি বয়সের যুবকদের আসক্ত করছে। মাদক আর জুয়া দুটোই অর্থকে বিনষ্ট করে, কারণ টাকার বিনিময়ে যেকোনো খেলাটাকে জুয়া বলে আখ্যায়িত করা হয়। আমাদের দেশে অনেক জুয়া খেলার কথা শুনলেও প্রযুক্তির যুগে বর্তমানে যুবকদের কাছে ছড়িয়ে পড়েছে আইপিএল খেলার জুয়া। এই আইপিএল খেলার জুয়া বন্ধের লক্ষ্যে প্রশাসন যখন মাঠে নেমেছে ঠিক তখনই শহর গ্রামগঞ্জে, বিভিন্ন দোকান-পাটের সামনে মোবাইলে লুডু খেলার নামে জমজমাট জুয়ার আসর বসছে। বর্তমান আইপিএল জুয়া এবং মোবাইলে লুডু খেলার জুয়া মামাতো-খালাতো ভাই। আইপিএল খেলার বাজি ধরে যুব-সমাজ সময় কাটানোর জন্য খেলছে মোবাইল লুডুর জুয়া। আর এই লুডু খেলতে লাগেনা কোন লুডু, লাগেনা লুডুর গুটি, প্রযুক্তি জুয়াটাকে এতটাই সহজ করে দিয়েছে যা বলা বাহুল্য। শুধু একটা এন্ড্রয়েড মোবাইল সেট হলেই দুজন কিংবা চারজন মিলেই লুডুর জুয়ার আসর বসে খুব জমজমাট ভাবেই। এতে করে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার অনেক পরিজন, এ যেন এক জীবন ধ্বংসের খেলা। আর এ জুয়া খেলাকে কেন্দ্র করে সমাজে ঘটে নানান দূর্ঘটনা, এমনকি জীবন পর্যন্ত দিতে হয়েছে অনেককে। আবার অনেকে জুয়া খেলার নেশায় ঋণগ্রস্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে দেশ-দেশান্তরে। গ্রামগঞ্জের চেয়ে এই লুডু খেলার জুয়ার প্রভাব পড়েছে শহরের বিভিন্ন অলি-গলিতে। আর তাই এই আইপিএল এবং লুডুর জুয়া বন্ধে প্রশাসন দৃষ্টিপাত না দিলে সামাজিক ব্যাধি হয়ে দূর্গন্ধ ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে ঘরে। সচেতন অভিভাবক ও সুশীল সমাজের ব্যাক্তিগণ এই মোবাইলে লুডু খেলার নামে জমজমাট জুয়ার আসর বন্দে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেছেন।

Don`t copy text!