সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন ২০১৯) সকাল ১০ টা থেকে নওগাঁ ফায়ার সার্ভিস ষ্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগের উপ পরিচালক মো: নুরুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক মো: আব্দুর রশিদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নওগাঁ উইনিটের সেক্রেটারী একেএম নজমুল হক মন্টু, উপ পরিচালক সাদাত হোসেন, নির্বাহী পরিচালক তানজিম আহমেদ সম্রাট, গণমাধ্যম কর্মি শফিক ছোটন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করে ষ্টেন লিডার মতিউর রহমান। অনুষ্ঠানে বক্তারা অগ্নী নির্বাপনসহ বিভিন্ন দূর্যোগ ও উদ্ধার অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহযোগী হিসেবে স্বেচ্ছাসেবকদের করনীয় দিকগুলো তুলে ধরেন। সভা শেষে দূযোর্গ মোকাবেলায় কৌশল প্রদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মিরা। একইসাথে স্বেচ্ছাসেবকদেরকে উদ্ধার কৌশল শেখানো হয়।