শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ওমর হুছাইন(ভুলু) বিরামহীন প্রচারণা উপজেলা নির্বাচনে অংশ গ্রহন সিলেট বিভাগের বিএনপির ৯ নেতা বহিস্কার পাঁচবিবির বাগজানায়” এমপির “সৌজন্য সফর ও মতবিনিময় ভাই ব্রাদার্স স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ৪র্থ ফোরচাল টুর্নামেন্ট খেলোয়ারদের কি বল্লেন ইউপি চেয়ারম্যান মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ সাংবাদিক তুষার দাস ও প্রিয়ংকা দাসের একমাত্র কণ্যা তৃধার মুখে ভাত অনুষ্ঠানে প্রীতি ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ ফরিদপুরে উপজেলা নির্বাচনে করণীয় নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কুলিয়ারচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম‍্যান প্রার্থী সন্দীপ ঘোষের টিউবওয়েল প্রতীকের পক্ষে রাজগঞ্জে নির্বাচনী সভা দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ পাঁচবিবিতে আলট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ, ক্লিনিকে জন্ম নিল এক শিশু ফরিদপুর জেলা ছাত্রলীগের শান্তি মিছিল অনুষ্ঠিত কুলিয়ারচরে মনিক্স সুজ এর লাকী কূপন ড্র অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নাটোরে ধর্ষণের বিচার ২ হাজার টাকায় মীমাংসা-দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৩২২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৯:৩৭ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধিঃ
স্বামী মারা যাওয়ার মাত্র মাস খানেক পার হয়েছে। এরই মধ্যে ধর্ষনের শিকার হয়েছেন এক বিধবা নারী।
নিঃসন্তান নারীকে ধর্ষনের পর হুমকি দেওয়ার কারনে ভয়ে বাবার বাড়িতে পালিয়ে যান তিনি। হুমকি-ধামকি দিয়ে থানা পর্যন্ত যেতে দেওয়া হয়নি ধর্ষিতাকে।
বরং স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাত্র দুই হাজার টাকায় ধর্ষনের বিচার করে ধর্ষিতার হাতে তুলে দিয়েছেন টাকা। এনিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

এমন এক ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে।
ধর্ষিতা নারী ও এলাকাবাসীরা জানান, গত এক মাস আগে তার স্বামী মারা গেছে। কোন সন্তান না থাকায় বাড়িতে একাই থাকতেন তিনি। গত ১৮ডিসেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বড়াইগ্রাম ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা রাজাউল্লার ছেলে মখলেছুর রহমান সহ তার আরো দুই সহযোগি ঘরে প্রবেশ করে। এসময় ওই নারীকে জোর পূর্বক ধর্ষন করে তারা।

এসময় বিধবার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ধর্ষক মোখলেসুর রহমানকে আটক করে। এসময় পালিয়ে যায় তার দুই সহযোগি।

এদিকে, ওই দিন রাত ১টার দিকে ধর্ষিতার বাড়িতে বসে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় লোকজন। অবস্থার বেগতিক দেখে ধর্ষিতাকে নানা ভাবে হুমকি দেওয়া হয়।

পরে অভিযুক্ত মোখলেসের পরিবার বড়াইগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মোস্তফা খানের স্বরণাপন্ন হলে ওই আওয়ামীলীগ নেতা ধর্ষিতারর হাতে ২ হাজার টাকা ধরিয়ে দিয়ে ঘটনার মীমাংসা করে দেন। এ ঘটনায় অসহায় বিধবা নারী ভয়ে নীরবে বাবার বাড়ি চলে যায়।

শনিবার এই প্রতিবেদক ধর্ষিতার বাড়িতে গেলে সেখানেই কথা হয় তার সাথে। এসময় পুলিশের কাছে কেন গেলেন না, এমন প্রশ্নের জবাবে ধর্ষিতা বলেন, গরীব মানুষ কোনো বিচার পায় না। পুলিশের কাছে গেলে আমি বাড়িতে থাকতে পারবোনা। আল্লায় এর বিচার করবে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোখলেসের বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি আর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তফার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন। এ ব্যাপারে আমি জানিনা আপনারা ভালো করে নিউজ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন বলেন, বিষয়টি আমার জানা নাই। এমন ঘটনা ঘটে থাকলে অন্যায় করেছে। অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন আর রশিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এই প্রতিবেদকের কাছ থেকে জানার পর এবিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!