শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ সাংবাদিক তুষার দাস ও প্রিয়ংকা দাসের একমাত্র কণ্যা তৃধার মুখে ভাত অনুষ্ঠানে প্রীতি ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ ফরিদপুরে উপজেলা নির্বাচনে করণীয় নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কুলিয়ারচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম‍্যান প্রার্থী সন্দীপ ঘোষের টিউবওয়েল প্রতীকের পক্ষে রাজগঞ্জে নির্বাচনী সভা দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ পাঁচবিবিতে আলট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ, ক্লিনিকে জন্ম নিল এক শিশু ফরিদপুর জেলা ছাত্রলীগের শান্তি মিছিল অনুষ্ঠিত কুলিয়ারচরে মনিক্স সুজ এর লাকী কূপন ড্র অনুষ্ঠিত আশুলিয়ায় পরাজিত প্রার্থীর ছেলের ওপর বর্তমান চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে ‘হামলা’ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা,চেয়ারম্যান-খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: ছগীর আহমেদ দুবাইয়ে বন্যার কারনে কমেছে স্বর্ণের দাম শর্ত দিয়ে রোববার থেকে খুলছে প্রাথমিক স্কুল-DBO-News
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

সোনাগাজীতে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ>>দৈনিক বাংলার অধিকার    

অধিকার ডেক্স / ৫৪৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ১২:৫৯ অপরাহ্ণ

গাজী মোহাম্মদ হানি, সোনাগাজী  প্রতিনিধি: সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে আগামী-২০২০ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও নানান অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । টেষ্ট পরীক্ষায় ৩/৪ বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীদের অর্থের বিনিময়ে ফরম পূরণ করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকেরা ।

আর এইসব অপকর্ম করছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল হক ও প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ।

চর দরবেশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বেলাল জানান- চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়টিতে নানান অনিয়ম হচ্ছে এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, এমনকি কোন কোন ছাত্রছাত্রী থেকে ৫০০০/= টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ পাওয়া গেছে । স্থানীয় উমেশ মাস্টার ও বিষ্ণু মাস্টারের মেয়ের কাছ থেকে ৪০০০/= টাকা করে ফি নেওয়া হয়েছে বলে জানা গেছে ।

ইতিপূর্বে এই বিদ্যালয়ের প্রকাশিত স্মরণিকার কোথাও জাতীর জনকের নাম ছবি কিংবা বর্তমান সরকার অথবা মাননীয় প্রধানমন্ত্রীর নাম ছবি এমনকি সরকারের শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন কিংবা ঐ স্কুলে সরকার প্রদত্ত কোন প্রকল্পের জন্য কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইন লিখা হয়নি । জাতীয় দিবসগুলো দায়সারা গোছের পালন করা হয়, যেগুলোতে মহান মুক্তিযুদ্ধ, জাতির জনক ও বাংলাদেশ সরকারের উন্নয়ন বিষয়ে থাকেনা কোন বক্তব্য ।

এলাকার অনেকের সাথে যোগাযোগ করে জানা যায়, বিদ্যালয়ের সিলেকশনের মাধ্যমে নির্বাচিত বর্তমান সভাপতি একজন জামায়াত সমর্থক ও পৃষ্ঠপোষক । তিনি দায়িত্ব নেওয়ার কারণে বিদ্যালয়টি তার ইচ্ছেমতো পরিচালনা করছেন।

প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান- সরকার নির্ধারিত ফি- বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের থেকে ১৯৭০/= ব্যাবসা ও মানবিক বিভাগের ১৮৫০/= টাকা । নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা ও অতিরিক্ত টাকা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও তিনি অনেক বিষয়ে তার ব্যর্থতার কথা স্বীকার করেছেন- অনেক বিষয়ে আমার ইচ্ছে থাকলেও অনেকক্ষেত্রে আমার দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়না । অসুস্থ অবস্থায় এই বৃদ্ধ বয়সে চাকুরি বাঁচানোর স্বার্থে আমাকে অনেককিছু মেনে নিতে হয় ।

প্রতিবেদক কর্তৃক সত্যতা যাচাইয়ের জন্য নির্বাচনী পরীক্ষার ফলাফল সিট দেখতে চাইলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীন দেখাতে অনীহা প্রকাশ করেন ।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ডা. আবদুল হকের সাথে কথা বলতে বারবার ফোন দিলেও তিনি কল ধরেননি, এক পর্যায়ে কল ধরেও বলেন- এই বিষয়ে কথা বলা যাবেনা আমি ব্যস্ত আছি বলে কল কেটে দেন ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!