শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

দুবাইয়ে জলবায়ু সম্মেলনে ঘুরে ঘুরে অভিযোগ করছেন বাংলাদেশি ২ কিশোরী

সাগর চন্দ্র স্বপন,সংযুক্ত আমিরাত / ১২৫ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৮:১১ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে চলছে ২৮তম জলবায়ু সম্মেলন। এখানে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নানান অভিযোগ করছে গাইবান্ধার বাটিকামারির দুর্গম চরের ফ্রেন্ডশিপ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী বিউটি আক্তার।

তার অভিযোগ, বছরের পর বছর ধরে ঘর ডোবানো বন্যা তাদের জীবনকে দুঃসহ করে দিয়েছে।

বিউটি কখনো কথা বলছেন জলবায়ু সম্মেলনের কোনো না কোনো মঞ্চে, আবার কখনো বলছে আন্তর্জাতিক গণমাধ্যমে। দাবি তুলছেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে এখনি দিতে হবে পর্যাপ্ত ক্ষতিপূরণ, কমাতে হবে জলবায়ুর দূষণও।

ইংরেজিতে তেমন কথা বলতে না পারা এই কিশোরী কথা বলছেন নিজের আঞ্চলিক ভাষায়ই, তবে তার বক্তব্য অনুবাদ করে দিচ্ছে অন্য একজন বাংলাদেশি তরুণ।

বিউটি আক্তার বাংলাভিশনকে বলেন, আমাদের গাইবান্ধায় প্রতিবছর বন্যা আসে। বন্যায় আমাদের সব ভাসিয়ে দেয়। আমাদের সব স্বপ্ন নষ্ট করে দেয়, সম্পদও নষ্ট করে।

এই বন্যা ও নদী ভাঙনের কারণে আমি আমার জন্মভিটা হারিয়েছি। আমার বাবা নিঃস্ব হয়েছেন। এসব দুর্যোগের কারণে বাল্য বয়সেই আমার অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে। আমি মনে করি এগুলোর জন্য জলবায়ু পরিবর্তন দায়ী। আর জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্ব।

বিউটি আরও বলেন, আমি গাইবান্ধা থেকে দুবাই এসেছি আমার ক্ষতিপূরণ চাইতে। আমার জন্য নিরাপদ জলবায়ু চাইতে। আমি ইংরেজি ভালো বুঝিও না, ভালো বলতেও পারি না। কিন্তু সেজন্য থেমে থাকবো কেন। আমি আমার অভিযোগ আমার নিজস্ব ভাষায়ই বলছি।

সব আন্তর্জাতিক গণমাধ্যম বাংলায়ই আমার কথা নিয়েছে। স্যারের (বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা) আমার কথা অনুবাদ করে দিচ্ছেন। এভাবে আমি আমার দেশের মানুষের কষ্ট তুলে ধরছি।

বিউটি ছাড়াও দেশের বন্যাকবলিত আরেক জেলা কুড়িগ্রামের চিলমারী উপজেলার নাওশালা ফ্রেন্ডশিপ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রনজিনা আক্তার।

তিনি বলেন, গেল বছর যে বন্যা হলো সেই বন্যায় আমার বাড়িঘর সব ডুবে গেছে। আমার বই-খাতা সব নষ্ট হয়ে গেছে। বহুদিন স্কুলে যেতে পারিনি। আমার বাবার সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে। জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের কী দোষ, যে বার বার আমরা শুধু ডুবে ক্ষতিগ্রস্ত হবো?

রনজিনা আরও বলেন, আমরা দোষ না করেও শাস্তি পাচ্ছি। অথচ উন্নত দেশগুলো আরাম করছে। আমি ক্ষতিপূরণ চাইতে এসেছি এবং জলবায়ুর দূষণ বন্ধ করে আমাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানাতে এসেছি।

বিউটি ও রনজিনাকে দুবাইয়ের জলবায়ু সম্মেলন পর্যন্ত নিয়ে এসেছে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। বেসরকারি উন্নয়ন সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত তৃণমূলের শিশু-কিশোরদের কষ্টগুলো বিশ্বমঞ্চে তুলে ধরতেই এই দুই ক্ষতিগ্রস্ত কিশোরীকে দুবাই আনার ব্যবস্থা করেছেন তারা।

বিউটি-রনজিনার কথা অনুবাদ করছিলেন ফ্রেন্ডশিপের তরুণ কর্মকর্তা সৈয়দ ওসামা দোজা। তিনি বলেন, তারা দুজন বিভিন্ন ফোরামে গিয়ে কথা বলছে। আমি তাদের বক্তব্যগুলো তুলে ধরছি এবং আমি এতে গর্ববোধ করছি। কারণ আমার ভাষা হয়ে একজন তৃণমূল জলবায়ু উদ্বাস্তু তার কষ্ট তুলে ধরতে পারছে। আমি মনে করি ক্ষতিগ্রস্তরা কথা বলার সুযোগ পেলে জলবায়ু আন্দোলন আরো বেগবান হবে।

ফ্রেন্ডশিপ জলবায়ু বিভাগের প্রধান কাজী এমদাদুল হক বলেন, প্রতিবছর জলবায়ু সম্মেলনে বহু এক্টিভিস্ট ও দুষণকারীদের পক্ষের লোকজন আসে। কিন্তু জলবায়ুর এই পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষেরা আসতে পারে না, অথচ তাদেরই বলার অধিকার বেশি। তাই আমরা এই দুই কিশোরীকে দুবাই আসার ব্যবস্থা করে দিয়েছি। আমরা মনে করি ভাষা কোনো বাধা নয়। এবং এই দুই মেয়ে সেটা প্রমাণ করেছে।

দুবাইয়ে চলমান ২৮তম জরবায়ু সম্মেলনের প্রথম ভাগে লস এন্ডড ড্যামেজ ফান্ডে ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে উন্নত বিশ্বের দেশগুলো। তবে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো এই ক্ষতিপূরণ কোনো মাধ্যমে এবং কী পরিমাণ পাবে সেটির সুরহা এখনো হয়নি। তবে আজ শুরু হওয়া সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের আলোচনা কতটুকু সুফল বয়ে আনবে সেটিই এখন দেখার বিষয়।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!