জয়পুরহাটের ক্ষেতলাল থানা থেকে ৪৭০ পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ জনি নামের ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
জয়পু্রহাট র্যাব-৫ ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস দলের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গত শুক্রবার দুপুরে জয়পুরহাট জেলার ক্ষেতলাল ধানার কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জনি মিয়া (২১), পিতা মোঃ জায়বর আলী,সাং-ছিলিমপুর, থানা-কালাই, জেলা-জয়পুরহাট কে আটক করে। এ ব্যাপারে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী জনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। ঘটনাস্থলে আসামিকে আটকের পর দেহ তল্লাশি করে ৪৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।