জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই সার্বজনীন কারাম উৎসব-২৩ পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উচাই আদিবাসি একাডেমি প্রাঙ্গণে নানান আয়োজনের মধ্যদিয়ে (ক্ষুদ্র-নৃ গোষ্ঠি) আদিবাসি সম্প্রদায়ের ছোটবড় নারী-পুরুষরা কারাম উৎসবে অংশ গ্রহন করেন। আদিবাসী ভাষায় গান, ঐতিহ্যবাহী নাচ ও বিভিন্ন প্রকারের পুজার সামগ্রী সহ ছোটবড় সকলেই উৎসবে মেতে ওঠে। পাঁচবিবি উপজেলা আদিবাসী সংস্থার উদ্যোগে কারাম উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা আ,লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পৌর আ,লীগের সম্পাদক ওবায়দুর রহমান, আটাপুর ইউনিয়ন আ,লীগের সম্পাদক আব্বাস আলী সরকার, আদিবাসী নেতা প্রভাষক সুদর্শন সরকার ও নিপেন মাহতো সহ অনেকেই।