মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা
মুন্সীগঞ্জ জেলায় চলতি শিক্ষা বর্ষে প্রাথমিক পর্যায়ে এবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সদর উপজেলার দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা বেগম। এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টার দিকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ লিটন ও শিক্ষকবৃন্দরা। এ জেলা থেকে এবার তিনি বিভাগীয় পর্যায়ের লড়াইয়ে জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতোপূর্বে তিনি ২০১৪ সালে এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে ছিলেন। তখন তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ প্রাপ্তীর পর তিনি সরকারিভাবে ১৫ দিনের বিদেশ ভ্রমণ করে ছিলেন। দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৯ সালে ও ২০২২ সালে দুই দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়ে ছিল। তিনি জানান, এ অর্জনের পর তিনি বিভাগীয় পর্যায়ে ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চান।