|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা
মুন্সীগঞ্জ জেলায় চলতি শিক্ষা বর্ষে প্রাথমিক পর্যায়ে এবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সদর উপজেলার দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা বেগম। এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টার দিকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ লিটন ও শিক্ষকবৃন্দরা। এ জেলা থেকে এবার তিনি বিভাগীয় পর্যায়ের লড়াইয়ে জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতোপূর্বে তিনি ২০১৪ সালে এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে ছিলেন। তখন তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ প্রাপ্তীর পর তিনি সরকারিভাবে ১৫ দিনের বিদেশ ভ্রমণ করে ছিলেন। দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৯ সালে ও ২০২২ সালে দুই দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়ে ছিল। তিনি জানান, এ অর্জনের পর তিনি বিভাগীয় পর্যায়ে ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.