খন্দকার মোঃ শামসুল আলম, দৈনিক বাংলার অধিকার
চাঁদপুর সিটি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথার্থ ভাবে পালিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুর সিটি কলেজ কর্তৃপক্ষ এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন । উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি , জননেতা জনাব সুজিত রায় নন্দী।
জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সহিদুল ইসলাম স্যার । এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য এবং চাঁদপুর জজকোর্টের আইনজীবী আতাউর রহমান পাটওয়ারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর সিটি কলেজের প্রভাষক মন্ডলী এবং কর্মচারীবৃন্দ সবাই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রথমেই সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মোঃ রেদোয়ান হোসেন।