|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
চাঁদপুর সিটি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৩
খন্দকার মোঃ শামসুল আলম, দৈনিক বাংলার অধিকার
চাঁদপুর সিটি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথার্থ ভাবে পালিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুর সিটি কলেজ কর্তৃপক্ষ এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন । উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি , জননেতা জনাব সুজিত রায় নন্দী।
জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সহিদুল ইসলাম স্যার । এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য এবং চাঁদপুর জজকোর্টের আইনজীবী আতাউর রহমান পাটওয়ারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর সিটি কলেজের প্রভাষক মন্ডলী এবং কর্মচারীবৃন্দ সবাই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রথমেই সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মোঃ রেদোয়ান হোসেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.