বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও জিংক ধানের বীজ বিতরণ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কুলিয়ারচরে মেসার্স সালমান এন্টারপ্রাইজের উদ্বোধন সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক  ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন চিন্ময় কৃষ্ণদাস এর মুক্তির দাবিতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-২৩
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

লালমোহনে শত্রুতার জেরে হাঁস-মুরগির খোঁয়াড়ে আগুন

ভোলা প্রতিনিধি : / ১৩৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১:২১ অপরাহ্ণ

ভোলার লালমোহনে শত্রুতার জেরে হাঁস-মুরগির খোঁয়াড়ে পোড়া মবিল দিয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে মোঃ আলামিন নামে এক যুবকের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার গভীর রাতে লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড অহিদুর রহমান হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আলামিনের বিরুদ্ধে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন অহিদুর রহমান হাওলাদার।

আলামিন একই এলাকার মোঃ শাহাবুদ্দিনের ছেলে ও অহিদুর রহমান হাওলাদার বাড়ির বাসিন্দা।

অভিযোগে বলা হয়, গত ৬ জুলাই (বৃহস্পতিবার) সোয়া দুইটার দিকে আলামিন ও তার মা মাহমুদা খাতুনের ঝগড়াঝাটিতে ঘুম ভাঙে অহিদুর রহমান হাওলাদারের। পরে ঘর থেকে বেরিয়ে দেখেন তাদের হাঁস-মুরগির খোঁয়াড়ে আগুন জ্বলছে আর তা নেভানোর চেষ্টা করছেন মাহমুদা।

এসময় জিজ্ঞেস করলে আগুন লাগানোর কথা স্বীকার করে আলামিন।
অহিদুর রহমান হাওলাদার বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনা ধামাচাপা দিতে ও আমাদের কে ফাঁসাতে পরদিন শুক্রবার দুপুরে নিজের ঘরের কাপড়চোপড়ে আগুন ধরিয়ে আলামিনসহ তার লোকজন। স্থানীয়রা এসে আগুন না নেভালে হয়তো আলানিনের ঘরের সাথে আমার ঘরও পুড়ে ছাই হয়ে যেতো। তাই আলানিনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আলামিনের স্ত্রী শারমিন বলেন, হাঁস-মুরগির খোঁয়াড়টি অহিদুর রহমান হাওলাদারের স্ত্রীর কাছে বিক্রি করে দিয়েছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে তার স্বামী আলামিন ওই খোয়ারে পোড়া মবিল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। একইসাথে নিজেদের ঘরের কাপড়চোপড়ে আগুন লাগানোর ঘটনাটি স্বামী আলামিন ও শাশুড়ি মাহমুদা ঘটিয়েছে বলেও দাবি শারমিনের।
হাঁস-মুরগির খোঁয়াড়ে ও নিজের ঘরের কাপড়চোপড়ে আগুন লাগানোর বিষয়ে জানতে চাইলে আলামিন বলেন, আমার হাঁস-মুরগির খোঁয়াড়ে আমিই আগুন লাগিয়েছি। আর স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হওয়ায় ঘরের কাপড়চোপড়ে স্ত্রী শারনিন আগুন লাগিয়েছে বলে দাবি তার।
লালমোহন থানার এ এস আই মোঃ আল আমিন বলেন, আল আমিনের হাঁস-মুরগির খোঁয়াড়ে সে নিজেই লাগিয়েছে। এ ঘটনায় যাতে অহিদুর রহমান কে ফাঁসাতে না পারে, তাই আগে থেকেই তিনি অভিযোগ করেছেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!