নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন যুবক। ঘটনা দুটি ঘটে নীলফামারীর ডোমার এবং সৈয়দপুর উপজেলায় ।
আজ সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর বাইপাস সড়কের রেলক্রসিং এ রাস্তা পার হওয়ার সময় সাজিদ (২৩) নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়, নিহত সাজিদ সৈয়দপুর উপজেলার ঢেলাপীর আবাসনের মোহাম্মদ চান মিয়ার ছেলে এবং আবাসনের ৪৯/৭ নং ব্লকের বাসিন্দা। এবং সৈয়দপুর পৌরসভার রহমত স্টোরের একজন কর্মচারী। বিষয় টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন সকালে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেসে কাটা পড়ে নিহত হয় এবং তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সেখান থেকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। অপর দিকে আজ দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার ধরনীগন্জ বাশের পুল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রাসেল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়, নিহত রাসেল সোনারায় ইউনিয়নের বড়গাছা এলাকার ৮ নং ওয়াডের ঘোনপাড়া এলাকার অহিদুল ইসলামের ছেলে। এবিষয়ে প্রত্যক্ক দর্শী কয়েকজন জানান রাসেল সকালে তার বোনের বাসায় ঈদের দাওয়াত খেয়ে বাসায় ফেরার সময় ডোমার থেকে ছেড়ে আসা সুমন পরিবহন নামে একটি যাত্রী বাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান ঘটনা টি ঘটে ডেমার উপজেলার হরিণ চড়া ইউনিয়নের হংসরাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানা ওসি মাহমুদ উন নবী বলেন লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে তবে কোন অভিযোগ পেলে মামলা করা হবে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে ।