ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার বাজেট ঘোষনা উপলক্ষে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সোমবার দুপুরে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র বিলাল হোসেন সরকার। ২০২৩-২০২৪ অর্থ বছরে সর্বমোট বাজেট আকার ৫১ কোটি ১৯ লক্ষ ৫৬ হাজার ৯৮৯ টাকা ধরা হয়েছে। এর মধ্যে ব্যয় ৪৭ কোটি ৮৮ লক্ষ ২৩ হাজার টাকা। উদ্ধৃত ৩ কোটি ৩১ লক্ষ ৩৩ হাজার ৯৮৯ টাকা রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাস্তা ঘাট উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেন নির্মাণ, মার্কেট নির্মাণ, পার্ক স্থাপন, হাট বাজার উন্নয়ন এবং সৌন্দর্য বর্ধন, পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা সহ নিয়মিত বেতন, ভাতা প্রদান, পরিবর্তিত হোল্ডিং এর পুনঃ নির্ধারন করা সহ নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়। সভায় ১ম প্যানেল মেয়র ও অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থানী কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান দুদুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাহী কর্মকর্তা মোঃ উইনুছ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, মুর্শিদা আক্তার কাকলী, ওসি আঃ মজিদ, ইঞ্জিঃ জাহাঙ্গীর কবির, পৌর কাউন্সিলর ও পৌর সভার অর্থ সংস্থাপন বিষয়ক কমিটির সদস্য এবং উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।